২০২২ সাল থেকে আইপিএল ১০ দলের, সিদ্ধান্তে সিলমোহর ভারতীয় বোর্ডের

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৭:৫৬
Share:

২০২২ থেকে ১০ দলের আইপিএল অনুষ্ঠিত হবে। ফাইল চিত্র

১০ দলের আইপিএলে পড়ল সিলমোহর। ২০২২ সালের আইপিএলে বাড়ল ২ দল। বৃহস্পতিবার আমদাবাদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

এই সভায় নেওয়া হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইসিসির দাবিকে সমর্থন জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে কিছু বিষয় জেনে নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অলিম্পিকে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ঠিক হয়েছে কোভিড-১৯ অতিমারিতে ঘরোয়া ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ায় নারী-পুরুষ নির্বিশেষে প্রথম শ্রেণির সমস্ত ক্রিকেটারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বোর্ড ঠিক করেছে জানুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট। তবে তা হবে সৈয়দ মুস্তাক আলি টি২০ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে।

Advertisement

আরও খবর: সিডনিতেই তৃতীয় টেস্ট, তৈরি রাখা হচ্ছে মেলবোর্নকেও

আরও খবর: কোহালি, শামির না থাকা অবশ্যই আমাদের সুবিধে করে দেবে: ল্যাঙ্গার

বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজীব শুক্ল। আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটিতে ভারতের প্রতিনিধি হিসেবে থাকছেন বোর্ড সচিব জয় শাহই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন