Sachin Tendulkar

সচিনের জন্মদিনে দেখে নিন একদিনের ম্যাচে তাঁর সেরা ইনিংসগুলি

ক্রিকেট দুনিয়ায় সর্বকালের অন্যতম সেরা। আজও তিনি কিংবদন্তি। তিনি সচিন রমেশ তেন্ডুলকর। আজ সচিনের ৪৫তম জন্মদিনে চোখ বুলিয়ে নেওয়া যাক এক দিনের ম্যাচে তাঁর কয়েকটা সেরা ইনিংস।

Advertisement
নিজস্ব প্রতিনিধি
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৫:৫৭
Share:
০১ ০৭

ক্রিকেট দুনিয়ায় সর্বকালের অন্যতম সেরা। আজও তিনি কিংবদন্তি। তিনি সচিন রমেশ তেন্ডুলকর। আজ সচিনের ৪৫তম জন্মদিনে চোখ বুলিয়ে নেওয়া যাক এক দিনের ম্যাচে তাঁর কয়েকটা সেরা ইনিংস।

০২ ০৭

১৯৯৮ সালে শারজায় ধূলি ঝড়ের পর সচিনের সেই বিখ্যাত ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৩ রানের ইনিংসটি আজও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস। এর ঠিক পরের ম্যাচ অর্থাৎ ফাইনালে ১৩৪ রানের ইনিংসটিও এই তালিকায় রাখতে হবে।

Advertisement
০৩ ০৭

২০০৩-এর বিশ্বকাপ। সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে ৯৮ রানের ইনিংস। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো পেস অ্যাটাকের বিরুদ্ধে এই রান করেছিলেন সচিন।

০৪ ০৭

২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৩২৯ রান। ৩১৭ রানে থেমে গিয়েছিল ভারতের ইনিংস। সেই ম্যাচে সচিন ১৪১ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন।

০৫ ০৭

২০০৯ সালে হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৫ রান। ৩৫০ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। মাত্র তিন রানের জন্য ম্যাচটা হেরে গেলেও সচিনের ইনিংস সেরার তালিকায় আজও রয়ে গিয়েছে।

০৬ ০৭

২০১০ সালে গ্বালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রান। সেই সময় বিশ্বের অন্যতম সেরা বোলিং শক্তির বিরুদ্ধে এই নজির গড়েন তিনি।

০৭ ০৭

২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ। নিজের শততম শতরান করলেন সচিন। সেই ম্যাচে ১১৪ রান করেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement