badminton

Badminton: রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বুধবার থেকে

১১ ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল। শনিবার দুপুর তিনটে থেকে ফাইনাল শুরু হবে। সেই দিনই পুরস্কার দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ০০:৪২
Share:

—প্রতীকী চিত্র

রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে পিএল রায় ইন্ডোর স্টেডিয়ামে। বুধবার থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement

বাংলার সমস্ত জেলা থেকে খেলোয়াড়রা যোগ দিতে আসবেন এই প্রতিযোগিতায়। রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে যোগ দেবেন ক্রমতালিকায় থাকা খেলোয়াড়রাও। ইওনেক্স শাটেলককে খেলা হবে এ বারের প্রতিযোগিতা। রাজ্য স্তরের এই প্রতিযোগিতার পারফরম্যান্সের উপর নির্ভর করেই বেছে নেওয়া হবে বাংলার দল এবং পূর্বাঞ্চলের দল। জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন সেই সব খেলোয়াড়রা।

১১ ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল। শনিবার দুপুর তিনটে থেকে ফাইনাল শুরু হবে। সেই দিনই পুরস্কার দেওয়া হবে। রাজ্যের সমস্ত ব্যাডমিন্টন খেলোয়াড়রা তাকিয়ে রয়েছেন এই প্রতিযোগিতার দিকে। রাজ্য স্তরের এই খেলায় ভাল খেলতে পারলেই সুযোগ পাওয়া যাবে জাতীয় স্তরে। সেই সুযোগের অপেক্ষায় বাংলার ব্যাডমিন্টন খেলোয়াড়রা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন