Aaron Finch

নির্দিষ্ট পরিকল্পনা সঙ্গে নিয়ে ভারতের উড়ানে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় একদিনের ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে ভারত ২-১ জিতেছিল। তারপর নিউজিল্যান্ডেও ৪-১ ফলে এসেছে সিরিজ জয়। যা বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে চিহ্নিত করছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১
Share:

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক ফিঞ্চ। ছবি টুইটারের সৌজন্যে।

ভারত সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গী হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা। সোমবাররই ভারতের উদ্দেশে দল নিয়ে রওনা হলেন তিনি। আর ভারতের উড়ানে আত্মবিশ্বাসী ফিঞ্চের সঙ্গী হচ্ছে ঠিকঠাক পরিকল্পনা।

Advertisement

২৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে শুরু হচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ২৭ তারিখ বেঙ্গালুরুতে। ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ২ মার্চ হায়দরাবাদে। পাঁচ ম্যাচের সিরিজের পরেরগুলো যথাক্রমে ৫ মার্চ (নাগপুর), ৮ মার্চ (রাঁচি), ১০ মার্চ (চন্ডীগড়) ও ১৩ মার্চ (নয়াদিল্লি)।

বিরাট কোহালির দলের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ফিঞ্চ বলেছেন, “অস্ট্রেলিয়ার হয়ে কোনও সফরে যাওয়ার আঘে বাড়তি উদ্যমের দরকার নেই। বিশেষ করে তা যদি ভারতে হয়। আমরা যদি সামান্য ভুলও করে বসি, তবে তার খেসারত দিতে হবে। আমার মতে, নিজেদের কন্ডিশনে ভারতই একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা দল। তাই পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই যেতে হবে ভারতে। থাকতে হবে একেবারে সুনির্দিষ্ট গেম প্ল্যানও।”

Advertisement

আরও পড়ুন: জঙ্গি হানায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ধওয়নের

আরও পড়ুন: বিশ্বকাপে চার নম্বরে কোহালি? শাস্ত্রীকে সমর্থন প্রসাদের​

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় একদিনের ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে ভারত ২-১ জিতেছিল। তারপর নিউজিল্যান্ডেও ৪-১ ফলে এসেছে সিরিজ জয়। যা বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে চিহ্নিত করছে। অন্যদিকে, ফিঞ্চের নেতৃত্বে রেনেগেডস রবিবারই জিতেছে বিগ ব্যাশ লিগ। যা অধিনায়ক হিসেবে ফিঞ্চের মনোবল বাড়াচ্ছে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement