Sports

সৌরভের ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ডেভিলিয়ার্স

ভেঙে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৩ বছরের পুরনো রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৯ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন তিনি। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন এ বি ডেভিলিয়ার্স। শনিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৬
Share:
০১ ১১

এক নম্বরে রয়েছেন এ বি ডেভিলিয়ার্স। ২১৪ ম্যাচে ২০৫ ইনিংসে এই নজির গড়লেন তিনি।

০২ ১১

২৩৬ ম্যাচে ২২৮ ইনিংসে এই গণ্ডি টপকেছিলেন সৌরভ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৪ সালে এই নজির গড়েছিলেন তিনি।

Advertisement
০৩ ১১

তিন নম্বরে রয়েছেন সচিন তেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩৫ ইনিংসে এই নজির গড়েছিলেন তিনি।

০৪ ১১

সচিনের চেয়ে চার ইনিংস বেশি খেলে ৯ হাজারের গণ্ডি টপকেছিলেন ব্রায়ান লারা। তিনিও এই নজির গড়েছিলেন অজিদের বিরুদ্ধে।

০৫ ১১

প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং রয়েছেন ৫ নম্বরে। ২৪৮ ম্যাচে ২৪২ ইনিংসে ৯ হাজার রান করেছিলেন তিনি।

০৬ ১১

তালিকায় থাকা দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান জাক কালিস ২৪২ ইনিংসে এই রেকর্ড করে রয়েছেন ৬ নম্বরে।

০৭ ১১

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৪ ইনিংসে এই রান করেছিলেন।

০৮ ১১

তালিকার একমাত্র পাক ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ ধোনির চেয়ে এক ইনিংস বেশি খেলে ৯ হাজারের গণ্ডি টপকেছিলেন।

০৯ ১১

তালিকার চতুর্থ ভারতীয় রাহুল দ্রাবিড় রয়েছেন ৯ নম্বরে। ২৫৯ ইনিংসে এই রান করেছিলেন তিনি।

১০ ১১

অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ২৬১ ইনিংসে এই রান করেছিলেন।

১১ ১১

একমাত্র ক্যারিবীয় ব্যাটসম্যান হিসাবে ১০ নম্বরে রয়েছেন ক্রিস গেইলও। গিলক্রিস্টের মতো তিনিও এই নজির গড়েছিলেন ২৬১ ইনিংসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement