ন’জনের নাম প্রকাশের দাবি, সুপ্রিম কোর্টে যাবেন আদিত্য

লোঢা কমিশনের দেওয়া যুগান্তকারী রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন যুদ্ধে নেমে পড়লেন আদিত্য বর্মা। সব ঠিকঠাক চললে আগামী সপ্তাহে বিহার ক্রিকেট সংস্থার সচিব ও আইপিএল মামলার পিটিশনার ফের সুপ্রিম কোর্ট যাচ্ছেন। মুদগল কমিটির পেশ করা মুখবন্ধ খামে বাকি ন’জনের নাম প্রকাশ্যে আনার দাবি নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৪:২১
Share:

লোঢা কমিশনের দেওয়া যুগান্তকারী রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন যুদ্ধে নেমে পড়লেন আদিত্য বর্মা। সব ঠিকঠাক চললে আগামী সপ্তাহে বিহার ক্রিকেট সংস্থার সচিব ও আইপিএল মামলার পিটিশনার ফের সুপ্রিম কোর্ট যাচ্ছেন। মুদগল কমিটির পেশ করা মুখবন্ধ খামে বাকি ন’জনের নাম প্রকাশ্যে আনার দাবি নিয়ে।

Advertisement

আদিত্যর বক্তব্য, মুখবন্ধ খামে দুর্নীতিতে জড়িত যে তেরো জনের নাম ছিল তাদের মধ্যে চার জনের শাস্তির নিষ্পত্তি করে ফেলেছে সুপ্রিম কোর্ট। শ্রীনিবাসনকে বোর্ড নির্বাচন লড়তে দেওয়া হয়নি। গুরুনাথ মইয়াপ্পন-রাজ কুন্দ্রাকে আজীবন নির্বাসিত করা হয়েছে। সুন্দর রামনকে নিয়ে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তিনিও গুরুতর সন্দেহভাজনদের তালিকায়। আদিত্যর বক্তব্য, এ বার বাকি ন’জনকেও সামনে আনা হোক। যাঁদের মধ্যে বেশ কয়েক জন নামী ক্রিকেটার আছেন বলে একটা সময় শোনা গিয়েছিল।

‘‘লোঢা কমিশনের রিপোর্ট নিয়ে ঝড় উঠেছে ঠিকই, কিন্তু এটা আসলে যা আসছে তার পঁচিশ শতাংশ,’’ এ দিন ফোনে বলছিলেন আদিত্য। সঙ্গে সংযোজন, ‘‘এ বার মুখবন্ধ খামের বাকি ন’জনের নাম প্রকাশ্যে আসাও জরুরি হয়ে গিয়েছে। দু’চার দিনের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে নতুন আবেদন পেশ করব এ নিয়ে।’’

Advertisement

তাঁর এটাও মনে হচ্ছে যে, লোঢা কমিশনের দ্বিতীয় রিপোর্টে আরও তীব্র কিছু আসতে চলেছে। তাঁর বক্তব্য, সবচেয়ে বিপদসঙ্কুল অবস্থায় পড়তে চলেছেন আইপিএল সিইও রামন। ‘‘যতটুকু জানি, লোঢা কমিশনের দ্বিতীয় রিপোর্টেই ব্যাপারটার নিষ্পত্তি হয়ে যাবে। যা যা প্রমাণ ওর বিরুদ্ধে আছে, তাতে রামনের বাঁচা মুশকিল,’’ বলছেন আদিত্য। সঙ্গে তাঁর নতুন হুঙ্কার, ‘‘শ্রীনির আমলে অনেক বোর্ড কর্তা ছিল যারা সব জেনেশুনে কিছু করেনি। তাদেরও ছাড়ব না। যাদের কেউ কেউ এখনও বোর্ডে বসে আছে। আর কয়েকটা মাসে তাদের সব কুকীর্তিও সামনে আসবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন