Sports News

১৫ বছর পর জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের

এই নিয়ে দ্বিতীয়বার। কিন্তু ১৫ বছর পর। এর আগে ভারত জুনিয়র বিশ্বকাপ জিতেছিল ২০০১ সালে। এ বার প্রথম থেকেই চ্যাম্পিয়নের লক্ষ্যেই নেমেছিল ভারত। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাত দিয়েই ফাইনালে পৌঁছেছিল ভারত। ফাইনালে বাজিমাত বেলজিয়ামকে হারিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ২০:১১
Share:

যুব বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম বেলজিয়াম ম্যাচের একটি দৃশ্য। ছবি: পিটিআই।

ভারত ২ (গুরজন্ত সিংহ, সিমরানজিৎ সিং‌হ)

Advertisement

বেলজিয়াম ১

এই নিয়ে দ্বিতীয়বার। কিন্তু ১৫ বছর পর। এর আগে ভারত জুনিয়র বিশ্বকাপ জিতেছিল ২০০১ সালে। এ বার প্রথম থেকেই চ্যাম্পিয়নের লক্ষ্যেই নেমেছিল ভারত। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাত দিয়েই ফাইনালে পৌঁছেছিল ভারত। ফাইনালে বাজিমাত বেলজিয়ামকে হারিয়ে।

Advertisement

ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল ভারতের ছেলেরা। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়িয়েই জিততে পারত। কিন্তু তেমনটা হল না। ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন গুরজন্ত সিংহ। রিভার্স বলে গোলকিপারকে মাত ভারতের। তার আগেই অবশ্য শর্ট কর্নার পেয়ে গিয়েছিল ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি ভারতের ছেলেরা। ২২ মিনিটে আবার ভারতের গোল। অসাধারণ ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে নেন সিমরানজিৎ সিংহ।

আরও খবর: ভারতকে কাপ ফাইনালে তুলল দাহিয়ার গ্লাভস

প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে শেষ করলেও পরে আর গোল তুলে নিতে পারেননি সিমরানজিতরা। প্রথমার্ধের শেষে পেনাল্টি কর্নার পেয়ে গেলেও কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। ভারতের সামনে কিছুটা ফিকেই ছিল বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের শুরুতে পর পর পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ভারত। বরং সেই সুযোগে পেনাল্টি কর্নার থেকে গোল করে ২-১ করে বেলজিয়াম। কিন্তু ভারতের জয়ে কোনও ভাবেই বাঁধা হতে পারেনি তারা। হরজিৎ সিংহর নেতৃত্বে ঘরের মাঠে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করল ভারতীয় হকির জুনিয়ররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন