দুবাইয়ে নতুন সচিন তুলে আনার চ্যালেঞ্জ দাদা অজিতের

অজিত রমেশ তেন্ডুলকর তরুণ ক্রিকেটারদের কোচিং করাবেন। কেরিয়ার গড়ে উঠতে যাঁর ভূমিকা বারবারই স্বীকার করেছেন ভাই সচিন তেন্ডুলকর, তিনি এ বার দু’বাইয়ে একটি ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন। দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে এ ব্যাপারে চুক্তি সই করেছেন তিনি। সংস্থাটি একটি ক্রিকেট ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে অ্যাকাডেমি শুরু করছে। সেখানে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটারদের সঙ্গে নতুন সচিন তুলে আনার চ্যালেঞ্জ নিচ্ছেন অজিত।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০৪:০৩
Share:

অজিত রমেশ তেন্ডুলকর তরুণ ক্রিকেটারদের কোচিং করাবেন। কেরিয়ার গড়ে উঠতে যাঁর ভূমিকা বারবারই স্বীকার করেছেন ভাই সচিন তেন্ডুলকর, তিনি এ বার দু’বাইয়ে একটি ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন। দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে এ ব্যাপারে চুক্তি সই করেছেন তিনি। সংস্থাটি একটি ক্রিকেট ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে অ্যাকাডেমি শুরু করছে। সেখানে সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটারদের সঙ্গে নতুন সচিন তুলে আনার চ্যালেঞ্জ নিচ্ছেন অজিত।
‘‘এই চুক্তি হওয়ায় খুশি। এতে আমার ক্রিকেটের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আর স্থানীয় প্রতিভা তুলে আনার সুযোগ পাব, ’’ বলেছেন তিনি। চুক্তি অনুযায়ী এমিরেটস সিটির পাশেই বিশ্বমানের একটি আন্তর্জাতিক স্তরের ক্রিকেট মাঠ ও অ্যাকাডেমি তৈরি হচ্ছে। সংস্থার তরফে বলা হয়েছে, ‘‘আমিরশাহিতে ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বিশ্বমানের ক্রিকেট অ্যাকাডেমি যেখানে তৈরি হচ্ছে সেটা হাইওয়ের সঙ্গে যুক্ত। এখানে আমরা একটা ক্রিকেট হাব তৈরি করছি। ক্রিকেটের উঠতি প্রতিভা এখানে যাতে সঠিক পরিবেশে গড়ে উঠতে পারে সেটাই চেষ্টা করা হচ্ছে।’’
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত উঠে আসা আমিরশাহির ক্রিকেটও যাতে এই অ্যাকাডেমির সুবিধা পায় সেটাও মাথায় আছে সংস্থার কর্তাদের। তাই আমিরশাহির বাইরের তরুণ ক্রিকেটারদের ভিসা, থাকার ব্যবস্থা যেমন থাকছে, তেমনই জোর দেওয়া হবে স্থানীয় ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রেও। আন্তর্জাতিক ক্রিকেটে আমিরশাহি যাতে আরও শক্ত জমিতে দাঁড়াতে পারে— যাঁরা আইসিসির অ্যাসোসিয়েট সদস্য। তা ছাড়া আইসিসি-র সদর দফতরও আমিরশাহিতে। তাই ভবিষ্যতে আমিরশাহিকে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার দিকেও নজর রয়েছে উদ্যোক্তাদের। যে কাজে অজিতের কোচিং বড় ভূমিকা নেবে বলে মনে করছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন