Anrich Nortje

নর্তিয়ের ৬ উইকেট, এলগারের ৯২, শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ২৩:৪৮
Share:

নর্তিয়েকে অভিনন্দন সতীর্থদের। ছবি টুইটার থেকে নেওয়া।

জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

অ্যানরিখ নর্তিয়ের ৫৬ রানে ৬ উইকেটের দাপটে প্রথমে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৭ রানে। এটাই নর্তিয়ের কেরিয়ারের সেরা বোলিং। জবাবে দিনের শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১৪৮। ডিন এলগার অপরাজিত রয়েছেন ৯২ রানে। মাত্র ৯ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ৭১ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ধ্বস নামে ইনিংসে। ওপেনার কুসল পেরেরা (৬০) ফেরার পর শ্রীলঙ্কা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৪০.৩ ওভারে শেষ হয় ইনিংস। নর্তিয়ের সামনে কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৩ উইকেট নেন মুলদার।

আরও পড়ুন: সাইনাদের রওনা, লন্ডন থেকে তাইল্যান্ডে আসছেন সিন্ধুও​

Advertisement

আরও পড়ুন: নর্থ ইস্টকে ২-০ হারিয়ে শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান

জবাবে আইদেন মারক্রামকে (৫) দ্রুত হারালেও অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১১৪ রান যোগ করেছেন ডিন এলগার ও রাসি ভ্যান ডার দুসেন। এলগারের ইনিংসে রয়েছে ১৬টি চার। ৪০ রানে অপরাজিত রয়েছেন দুসেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন