Sports News

আবার শিরোনামে সচিন পুত্র

টস জিতে এ দিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই। প্রথমে ব্যাট করে রেলওয়েজের সামনে ৩৯০ রানের লক্ষ্যমাত্রা রাখে অর্জুনের দল। মুম্বইয়ের হয়ে ডবল সেঞ্চুরি করেন ভুপেন্দ্র জয়সোয়াল।

Advertisement

সংবাদ সংস্থা

কোচবিহার শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৩
Share:

ছেলে অর্জুনের সঙ্গে সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

এ বার কোচবিহার ট্রফি। রেলওয়েজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জয় এনে দিলেন অর্জুন তেন্ডুলকর। এক ইনিংস ও ১০৩ রানে ম্যাচ জিতে নিল মুম্বই। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গেই প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ২১ রান।

Advertisement

টস জিতে এ দিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই। প্রথমে ব্যাট করে রেলওয়েজের সামনে ৩৯০ রানের লক্ষ্যমাত্রা রাখে অর্জুনের দল। মুম্বইয়ের হয়ে ডবল সেঞ্চুরি করেন ভুপেন্দ্র জয়সোয়াল। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ১৫০ রানেই গুটিয়ে যায়। প্রথম ইনিংসে এ বশিষ্ঠের ৩০ রানে ৮ উইকেটের দৌলতে রেলওয়েজকে ফলো-অন করায় মুম্বই। আর দ্বিতীয় ইনিংসে বাজিমাত অর্জুনের।

দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায়। অর্জুন থামে ৪৪ রান দিয়ে পাঁচ উইকেটে। প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি অর্জুন। বল হাতে বাজিমাত অর্জুনের এটাই প্রথম নয়। দু’সপ্তাহ আগেই মধ্যপ্রদেশের বিরুদ্ধেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও ম্যাচ ড্র হয়ে গিয়েছিল। আসামের বিরুদ্ধেও চার উইকেট নিয়েছিলেন অর্জুন।

Advertisement

আরও পড়ুন

এক ঝলকই দেখা গেল জাডেজার ক্রিকেট বাংলোর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন