US Open

ইউএস ওপেনের ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কা, বদলা নেওয়া হল না পেগুলার

সাবালেঙ্কা প্রথম সেট হেরে গিয়েও তিন সেটের লড়াইয়ে হারান চতুর্থ বাছাই পেগুলাকে। এই নিয়ে পর পর তিন বার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩০
Share:

অ‍্যারিনা সাবালেঙ্কা। —ফাইল চিত্র।

ইউএস ওপেনের ফাইনালে অ‍্যারিনা সাবালেঙ্কা। গত বারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা প্রথম সেট হেরে গিয়েও তিন সেটের লড়াইয়ে হারান চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে।

Advertisement

গত বারের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দু’জন। কিন্তু এ বার বদলা নিতে পারলেন না আমেরিকার পেগুলা। এই নিয়ে পর পর তিন বার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামর ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।

চ‍্যাম্পিয়ন হতে পারলে সেরিনা উইলিয়ামসের পর সাবালেঙ্কাই প্রথম খেলোয়াড় হবেন যিনি পর পর দু’বার ইউএস ওপেন জিতবেন। সেরিনা ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত পর পর তিন বার এই প্রতিযোগিতা জিতেছিলেন।

Advertisement

ফাইনালে সাবালেঙ্কাকে খেলতে হবে নেয়োমি ওসাকা এবং আমান্ডা আনিসিমোভার মধ্যে সেমিফাইনালে যিনি জিতবেন, তাঁর বিরুদ্ধে। মাতৃত্বকালীন বিরতির পর কোর্টে ফিরে দুর্দান্ত খেলছেন ওসাকা। দু’বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা এ বার ২৩ নম্বর বাছাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement