IPL 10

আইপিএলের শুরুতেই ‘সেঞ্চুরি’ নেহেরার

বুড়ো হাড়ের কামাল। ৩৭ বছর বয়সটা তাঁর কাছে যেন ‘মাত্রই’। বুধবার উপ্পলে ফের দেখা গেল ভারতের সিনিয়র মোস্ট পেসার আশিস নেহেরার বোলিং ঝলক। দল তো জিতলই, পাশাপাশি দু’উইকেট নিয়ে নজিরও গড়লেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ১২:২৫
Share:

আইপিএলে ১০০ উইকেটের গণ্ডি পার নেহেরার

বুড়ো হাড়ের কামাল। ৩৭ বছর বয়সটা তাঁর কাছে যেন ‘মাত্রই’। বুধবার উপ্পলে ফের দেখা গেল ভারতের সিনিয়র মোস্ট পেসার আশিস নেহেরার বোলিং ঝলক। দল তো জিতলই, পাশাপাশি দু’উইকেট নিয়ে নজিরও গড়লেন তিনি। আইপিএলে বাঁ হাতি বোলার হিসাবে প্রথম একশোটি উইকেটের গণ্ডি পার করলেন নেহেরা।

Advertisement

হায়দরাবাদের ২০৭ রানের জবাবে ব্যাট করতে ১৭ ওভারের মাথায় বেঙ্গালুরু পর পর দু‘টি উইকেট হারায় আশিস নেহেরার বলে। অধিনায়ক শেন ওয়াটসনকে ফেরান ২২ রানে। এবং পরের বলেই শ্রীনাথ অরবিন্দকে (০) বোল্ড করে ম্যাচ বের করে দেন আশিস।

আরও পড়ুন- জিতেও হারলেন গব্বরের কাছে

Advertisement

উদ্বোধনী ম্যাচে এই দুই উইকেট নিয়েই আইপিএল কেরিয়ারে ১০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন নেহেরা। আইপিএলে ১০০ উইকেটের মালিক হিসাবে তিনি অষ্টম বোলার। তাঁর আগে রয়েছেন লসিথ মালিঙ্গা (১৪৩), অমিত মিশ্র (১২৪), ডয়েন ব্রাভো (১২২), পীযুষ চাওলা (১২০), হরভজন সিংহ (১১৯), বিনয় কুমার (১০১), রবীচন্দ্রন অশ্বিন (১০০)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement