Bangladesh

এশিয়া কাপের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা?

সদ্য শেষ হয়েছে এশিয়া কাপ। প্রত্যাশা মতোই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে, চমক দেখিয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশগুলিও। নজর কেড়েছেন ওই সব দেশের বেশ কয়েক জন ক্রিকেটার। এ বার এক ঝলকে দেখে নেওয়া যাক এশিয়া কাপের সেরাদের নিয়ে একাদশ তৈরি করা হলে কেমন হবে সেটি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৭
Share:
০১ ১২

সদ্য শেষ হয়েছে এশিয়া কাপ। প্রত্যাশা মতোই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে, চমক দেখিয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশগুলিও। নজর কেড়েছেন ওই সব দেশের বেশ কয়েক জন ক্রিকেটার। এ বার এক ঝলকে দেখে নেওয়া যাক এশিয়া কাপের সেরাদের নিয়ে একাদশ তৈরি করা হলে কেমন হবে সেটি।

০২ ১২

রোহিত শর্মা: সন্দেহ নেই এ বারের এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক অন্যতম সেরা ওপেনার। ব্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন রো-হিট। একশোর উপরে গড়ে রান করেছেন ৩১৭।

Advertisement
০৩ ১২

শিখর ধওয়ন: রোহিতের জুটি হিসেবে শিখরকেই বেছে নিতে হবে। গত ইংল্যান্ড সফরে তেমন কিছু করতে না পারলেও এশিয়া কাপে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। ৫ ম্যাচে ৩৪২ রান করেছেন শিখর। স্ট্রাইক রেট ১০২।

০৪ ১২

মুশফিকুর রহিম: তিন নম্বর জায়গাটি নিশ্চিত ভাবে থাকবে এই বাংলাদেশি ক্রিকেটার। মিডল অর্ডারে রহিমের খেলা নজর কেড়েছে বার বার। ৬০ এর উপর গড়ে করেছেন ৩০২ রান।

০৫ ১২

শোয়েব মালিক: এর পরই আসুক পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক। এশিয়া কাপে বেশ ভালই ধারাবাহিকতা দেখা গিয়েছে শোয়েবের মধ্যে। অনেক ম্যাচে একা লড়াই করেছেন। টুর্নামেন্টে তাঁর রানের গড় ৭০.৩৩।

০৬ ১২

হাসমাতুল্লাহ সিদ্দিকি: বছর তেইশের এই আফগান মিডল অর্ডার ব্যাটসম্যানটি বেশ নজর কেড়েছেন এ বার। পাঁচ ম্যাচে ২৬৩ রান করেছেন। গড় ৬৫.৭৫।

০৭ ১২

কেদার যাদব: ভারতের এই অলরাউন্ডারটির পারফর্ম্যান্স বেশ চমকপ্রদ। বিশেষ করে বল হাতে তো তাবড় ব্যাটসম্যানদের ঘাবড়ে দিয়েছেন। ব্যাটিং হাতটাও বেশ।

০৮ ১২

মহম্মদ নবি: বছর তেত্রিশের এই আফগান ক্রিকেটারটি কিন্তু ভালই চমক দেখিয়েছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও ভাল পারফর্ম করেছেন। এই অলরাউন্ডারটিকে সেরাদের দলে রাখতেই হবে।

০৯ ১২

রশিদ খান: নামটাই যেন বিস্ময় তৈরি করেছে। আইপিএল থেকে বিস্ময় শুরু হয়েছিল, এশিয়া কাপেও তার ঝলক দেখা গেল। ১০ উইকেট নিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের সেরা বেলার তিনিই।

১০ ১২

কুলদীপ যাদব: ভারতের এই চ্যায়নাম্যান বোলারটি কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন। দশ উইকেট নিয়ে নজর কেড়েছেন এশিয়া কাপেও।

১১ ১২

যশপ্রীত বুমরা: বুমরার বোলিং বৈচিত্র তাঁকে বিশ্বের সেরা বোলারের মর্যাদা দিয়েছে। মাঝে কিছু দিন চোটের জন্য দলের বাইরে ছিলেন। ফিরে এসেই চমক দেখিয়েছেন।

১২ ১২

মুস্তাফিজুর রহমান: বাংলাদেশের বাঁ হাতি এই পেস বোলারটি ক্রমেই নিজেকে পরিণত করে তুলেছেন। এশিয়া কাপেও নজর কেড়েছেন। ভারতের বিরুদ্ধে ফাইনালে দশ ওভারে মাত্র ৩৮ রান খরচ করে তুলে নিয়েছিলেন দুই উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement