Asia cup

এশিয়া সেরা হতে যে ১১ সম্ভাব্য যোদ্ধার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ

এ বারের এশিয়া কাপে একের পর এক চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ। শাকিব-আল-হাসানের অভাব মুছে খাতায়-কলমে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ খেলে ফাইনালে উঠেছে তারা। সন্দেহ নেই, পাকিস্তানের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে মাশরফিদের। এখন দেখে নেওয়া যাক, ভারতের বিরুদ্ধে ফাইনালে কেমন দল নামাতে পারে বাংলাদেশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৮
Share:
০১ ১২

এ বারের এশিয়া কাপে একের পর এক চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ। শাকিব-আল-হাসানের অভাব মুছে খাতায়-কলমে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ খেলে ফাইনালে উঠেছে তারা। সন্দেহ নেই, পাকিস্তানের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে মাশরফিদের। এখন দেখে নেওয়া যাক, ভারতের বিরুদ্ধে ফাইনালে কেমন দল নামাতে পারে বাংলাদেশ।

০২ ১২

লিটন দাস: আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সফল হননি। যদিও ভারতের বিরুদ্ধে ফাইনালে লিটন দাসের পরিবর্তন কার্যত অসম্ভব। মুশফিকুরের সমস্যা হলে উইকেটের পিছনেও সাবলীল তিনি।

Advertisement
০৩ ১২

সৌম্য সরকার: বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ের গুরুদায়িত্ব পালন করতে হবে সৌম্যকেই।

০৪ ১২

মোমিনুল হক: পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে নেমে কিছুই করতে পারেননি। তবে দলের বর্তমান পরিস্থিতি যা, তাতে মোমিনুলকে বাদ দেওয়া বেশ কঠিন।

০৫ ১২

মুশফিকুর রহিম: পাকিস্তানের বিরুদ্ধে মাত্র এক রানের জন্য শতরান ফস্কেছেন। আজকের ম্যাচেও প্রথমে বড় রান হোক বা রান তাড়া করা, সব ক্ষেত্রেই মুশফিকুরের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

০৬ ১২

মহম্মদ মিঠুন: পাকিস্তানের বিরুদ্ধে আর এক সফল ব্যাটসম্যান। মুশফিকুরের সঙ্গে মিঠুনের জুটি বদলে দিয়েছিল ম্যাচের চেহারা। ভারতের বিরুদ্ধেও মিঠুনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

০৭ ১২

ইমরুল কায়েস: শেষ ম্যাচে রান না পেলেও এশিয়া কাপে যে সুযোগ পেয়েছেন তা কাজে লাগানোর চেষ্টা করেছেন। আজকের ম্যাচে মাঝ পর্বে বাংলাদেশের ভরসার পাত্র হতে হবে ইমরুলকে।

০৮ ১২

মাহমুদুল্লাহ: ব্যাট হাতে তো বটেই, বল হাতেই দলকে ভরসা দিয়েছেন। অলরাউন্ডার মাহমুদুল্লাহকে আজ প্রথম থেকেই সমীহ করে চলতে হবে। যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।

০৯ ১২

মেহদি হাসান মিরাজ: পাকিস্তানের ব্যাটিং আক্রমণের সব প্রতিরোধ ভেঙে দিয়েছিলেন। মুস্তাফিজুরের সঙ্গে তাঁর বোলিং জুটি বাংলাদেশের বড় শক্তি। আজও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। পাশাপাশি তাঁর দিকে আলাদা নজর থাকবে রোহিত-শিখরদের।

১০ ১২

মুস্তাফিজুর রহমান: বাঁহাতি মুস্তাফিজুর দলের মূল বোলিং শক্তি। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত সেমিফাইনালে একার হাতেই শেষ করে দিয়েছিলেন বিপক্ষকে। আজকের ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদেরও তাঁকে সমীহ করে চলতে হবে।

১১ ১২

মাশরফি মর্তুজা: বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়কের বোলিং বৈচিত্র রোহিত-শিখর-রায়ুডুদের সমস্যার ফেলে দিতে পারে। তবে তাঁর চোট চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে।

১২ ১২

রুবেল হোসেন: বোলার রুবেল হোসেনের আঁটোসাটো বোলিং ভারতীয়দের সমস্যার ফেলতে পারে। আজকের ম্যাচে রুবেলের বাদ পড়ার সম্ভাবনা প্রায় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement