cricket card

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কত নম্বর পেলেন ভারতীয় ক্রিকেটাররা

কোন প্লেয়ার পেলেন কত নম্বর?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৫
Share:
০১ ১২

এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। ভুবনেশ্বর থেকে কেদার বা রোহিতরা একেবারে দাঁড়াতেই দেননি সরফরাজ-আমিরদের। দুবাইয়ের এই মহারণে কত নম্বর পেলেন রোহিতরা?

০২ ১২

রোহিত শর্মা: ক্যাপ্টেন হিসাবেও যতটা সফল হলেন এ দিন, তেমনই ব্যাট হাতেও। তাঁকে আমরা দিলাম দশের মধ্যে আট।

Advertisement
০৩ ১২

শিখর ধওয়ন: ওপেনিংয়ে তাঁর মজবুত ৪৬ এগিয়ে দিয়েছিল ভারতকে। তবে একটি ক্যাচ ফেলেছেন শিখর। তাই কাটা হল তিন নম্বর। বাঁহাতি শিখর পেলেন দশে সাত।

০৪ ১২

অম্বাতি রায়ুডু: ৪৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি। শোয়েব মালিককে দুর্দান্ত রান আউটটাও তিনিই করেন। দশে সাত তো পেতেই পারেন অনায়াসে।

০৫ ১২

মহেন্দ্র সিংহ ধোনি: ভারতের প্রাক্তন অধিনায়ক উইকেটকিপার হিসাবে মোটামুটি সফল মহেন্দ্র সিংহ ধোনি। মিস করলেন শোয়েব মালিকের ক্যাচ। তাই কাটা হল তিন নম্বর। ধোনিও পাবেন দশে সাত।

০৬ ১২

দীনেশ কার্তিক: ৩৭ বলে ৩১ রান করলেন ফিনিশার দীনেশ কার্তিক। ভারতের জয়ে সাহায্য করলেন যথেষ্টই। কার্তিকও দশে সাত পাবেন অবশ্যই।

০৭ ১২

হার্দিক পাণ্ড্য: চোট পেয়ে ফিরতে হল প্যাভিলিয়নে। খুব একটা অবদান নেই কালকের ম্যাচে। উল্টে ৪.৫ ওভারে দিয়েছেন ২৪ রান! তাই দশে পাঁচই যথেষ্ট।

০৮ ১২

কেদার যাদব: কেদার যাদবের ডেলিভারি পাক ব্যাটসম্যানদের ঘোল খাইয়েছে। ৯ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন এই অনিয়মিত স্পিনার। তাঁকে দশে নয় দিতেই হবে।

০৯ ১২

ভুবনেশ্বর কুমার: তাঁর বোলিংয়ের দাপটে সর্ষে ফুল দেখল পাক ব্যাটিং লাইন আপ। দশে নয় দিতেই হবে তাঁকে। সাত ওভারে ১৫ রান দিয়ে তিন তিনটি উইকেট ভুবির। ম্যান অব দ্য ম্যাচও তিনিই।

১০ ১২

যশপ্রীত বুমরা: বিশ্রাম নিয়ে মাঠে ফিরেই খেল দেখালেন, নিলেন দু’টি উইকেট। ৭.১ ওভারে দিয়েছেন ২৩ রান। পেলেন দশের মধ্যে আট।

১১ ১২

কুলদীপ যাদব: যখন মনে হচ্ছিল বাবর আজম আর শোয়েব মালিক ক্রিজে দাঁড়িয়ে ঘুরিয়ে দেবেন খেলা, ঠিক তখনই বাবর আজমকে ফেরালেন তিনি। তাঁকে দশে আট দিতেই হবে।

১২ ১২

যুজবেন্দ্র চাহাল: সাত ওভারে ৩৪ রান দিয়েছেন। পাননি কোনও উইকেটও। দশের মধ্যে ছয়ের বেশি তাঁকে দেওয়া যায় নাকি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement