আইএসএল

মহাষ্টমীতেই জয়ের ঢাকে কাঠি এটিকের

অবশেষে অষ্টমীর রাতে প্রথম জয় এল কলকাতার। তাও আবার অ্যাওয়ে ম্যাচে দিল্লির মাঠে। দিল্লি ডায়নামোজকে স্টিভ কপেলের ছেলেরা হারাল ২-১। গোল করলেন বলবন্ত সিংহ ও নাসির এল মাইমনি। দিল্লির গোলদাতা প্রীতম কোটাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০১:৪৭
Share:

নায়ক: এটিকের প্রথম গোল করার পথে বলবন্ত। বুধবার। আইএসএল

দিল্লি ডায়নামোজ ১ এটিকে ২

Advertisement

ইন্ডিয়ান সুপার লিগে দুই বারের চ্যাম্পিয়ন। কিন্তু গত বছর প্রতিযোগিতায় ফল ভাল হয়নি কলকাতার দল এটিকের। তাই চলতি মরসুমে ব্রিটিশ কোচ স্টিভ কপেলের তত্ত্বাবধানে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল এটিকের। কিন্তু পর পর দুই ম্যাচে হারের পরে সেই ভাবনা কিছুটা ধাক্কা খেয়েছিল কলকাতার।

অবশেষে অষ্টমীর রাতে প্রথম জয় এল কলকাতার। তাও আবার অ্যাওয়ে ম্যাচে দিল্লির মাঠে। দিল্লি ডায়নামোজকে স্টিভ কপেলের ছেলেরা হারাল ২-১। গোল করলেন বলবন্ত সিংহ ও নাসির এল মাইমনি। দিল্লির গোলদাতা প্রীতম কোটাল।

Advertisement

এই জয়ের ফলে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দশ দলের আইএসএলে ছয় নম্বরে উঠে এল কলকাতা। অন্য দিকে, দ্বিতীয় ম্যাচেই হেরে এক পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকল দিল্লি।

দিল্লির বিরুদ্ধে এ দিন ৪-২-৩-১ ছকে দল নামিয়েছিলেন এটিকে কোচ। শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিলেন মানুয়েল লানসারোতেরা। কালু উচে শুরুতেই গোল পেতে পারতেন। কিন্তু এক্ষেত্রে তাঁর সামনে প্রাচীর গড়ে তোলেন দিল্লি ডায়নামোসের স্পেনীয় গোলরক্ষক ফ্রান্সিসকো দোরোনসোরো। কিন্তু ১৯ মিনিটে মাঝমাঠ থেকে এটিকে অধিনায়ক লানসারোতে বাঁ দিকে লম্বা বল বাড়িয়েছিলেন বলবন্ত সিংহের উদ্দেশে। যে বল ধরে বলবন্ত দিল্লির রাইটব্যাক প্রীতম কোটালকে কাটিয়ে ডান পায়ের সোয়ার্ভিং শটে গোল করে যান।

প্রথমার্ধে ম্যাচের ফল ছিল এটিকের পক্ষে ১-০। কিন্তু দ্বিতীয়ার্ধে এটিকে রক্ষণের ম্যান মার্কিংয়ের ভুলের সুযোগ নিয়ে কর্নার থেকে আসা বলে হেড করে সমতা ফেরান প্রীতম কোটাল। ১-১ হয়ে যাওয়ার পরেই কোমল থাটাল ও জয়েশ রানেকে আক্রমণে পাঠাচ্ছিলেন এটিকে কোচ। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে জয়েশের পাশ থেকেই গোল করে কলকাতার জয় এনে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা এল মাইমনি।

বড় জয় ইস্টবেঙ্গলের: আই লিগের জন্য প্রস্তুতি সফরে মালয়েশিয়ায় বড় জয় পেল ইস্টবেঙ্গল। বুধবার, কুয়ালা লামপুরে তৃতীয় প্রস্তুতি ম্যাচে আলেসান্দ্রো মেনেন্দেসের দল জিতল ৬-২। তারা হারাল স্থানীয় দল পিডিআরএমএফএ-কে। মহাষ্টমীর সকালে অনুষ্ঠিত এই ম্যাচে লাল-হলুদের হয়ে জোড়া গোল করলেন মালয়ালি স্ট্রাইকার জবি জাস্টিন। ইস্টবেঙ্গলের বাকি গোলদাতারা হলেন সুরাবুদ্দিন মল্লিক, এনরিকে এসকুয়েদা, ব্র্যান্ডন ভানলালরেমডিকা ও বিদ্যাসাগর সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন