এটিকের সামনে আজ গোয়া

আজ মঙ্গলবার ভুবনেশ্বরে এটিকে-র প্রতিপক্ষ এফসি গোয়া। সেই ম্যাচের আগে সতর্ক রবি  সোমবার সকালে যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলনের পর হোটেলে ফিরে সভা করেন ফুটবলারদের সঙ্গে। সেখানে তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘‘আমরা সবাই পেশাদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০৩:৩১
Share:

আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি অপ্রত্যাশিত ভাবে বিদায় নিয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছিটকে গিয়েছে সুপার কাপের যোগ্যতাঅর্জন পর্ব থেকেই। বেঙ্গালুরু এফসি জিতেছে কোনওক্রমে। জোর গুঞ্জন, সুপার কাপকে গুরুত্ব দিচ্ছেন না আইএসএলের বিদেশি ফুটবলাররা। এটিকে কোচ এবং ফুটবলার রবি কিন মনে করেন, ‘‘তাড়াতাড়ি দেশে ফেরার জন্য এবং হালকা ভাবে প্রতিপক্ষকে নেওয়ার জন্যই আইএসএলের ক্লাবগুলির এই অবস্থা।’’ টিম হোটেলে জয়েশ রানে, আশুতোষ মেটা, প্রবীর দাশদের এ রকমই বলেছেন টটেনহ্যাম তারকা রবি।

Advertisement

আজ মঙ্গলবার ভুবনেশ্বরে এটিকে-র প্রতিপক্ষ এফসি গোয়া। সেই ম্যাচের আগে সতর্ক রবি সোমবার সকালে যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলনের পর হোটেলে ফিরে সভা করেন ফুটবলারদের সঙ্গে। সেখানে তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘‘আমরা সবাই পেশাদার। সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আমরা চুক্তি করিনি। এই ম্যাচটা জেতার জন্য ঝাঁপাতে হবে। চেষ্টা করতে হবে সুপার কাপে যাতে ভাল ফল করা যায়।’’ সোমবার সন্ধ্যার বিমানে ভুবনেশ্বর পৌঁছয় এটিকে। তার আগে অবশ্য সুপার কাপের সাংবাদিক সম্মেলন হয়ে গিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সহকারী কোচ বাস্তব রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement