la liga

শেষ দিনে রুদ্ধশ্বাস উত্তেজনা, অবশেষে সাত বছর পর লিগ জিতল আতলেতিকো মাদ্রিদ

রিয়াল জিতলেও আতলেতিকোকে ছুঁতে পারেনি। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ জিতল আতলেতিকো। দু’পয়েন্ট পিছনে শেষ করল রিয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ২৩:৩৬
Share:

গোলের পর সতীর্থের সঙ্গে উচ্ছ্বাস সুয়ারেসের। ছবি রয়টার্স

সাত বছর পর ফের ঘরোয়া লিগ খেতাব জিতল আতলেতিকো দে মাদ্রিদ। শনিবার শেষ ম্যাচে রিয়াল ভায়াদলিদকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। অপর ম্যাচে, ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ ২-১ জিতলেও ২ পয়েন্টে পিছিয়ে থাকায় লিগ খেতাব গেল আতলেতিকোর ঘরে। জিতে মরসুম শেষ করল বার্সেলোনাও।

Advertisement

শনিবার লা লিগার সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল। লিগ জেতার দৌড়ে ছিল মাদ্রিদের দুই ক্লাব। রিয়াল এবং আতলেতিকো, দুই ক্লাবকেই জিততে হত। আতলেতিকো ড্র করলে বা হারলে এবং রিয়াল জিতলে খেতাব যেত জিনেদিন জিদানের ঘরে। রিয়াল জিতলেও আতলেতিকোকে ছুঁতে পারেনি। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ জিতল আতলেতিকো। দু’পয়েন্ট পিছনে শেষ করল রিয়াল। তৃতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৭৯।

রিয়াল সমর্থকদের উৎসাহিত করে আতলেতিকোর বিরুদ্ধে ভায়াদলিদকে এগিয়ে দিয়েছিলেন অস্কার প্লানো। কিন্তু দু’মিনিট পরে গোল খেয়ে যায় রিয়ালও। ইয়েরেমি পিনো এগিয়ে দেন ভিয়ারিয়ালকে। বিরতির পরেই ঘুরে দাঁড়ায় আতলেতিকো। ৫৭ মিনিটে সমতা ফেরান আঙ্খেল কোরিয়া। ১০ মিনিট পরেই আতলেতিকোকে এগিয়ে দেন লুই সুয়ারেস। অন্যদিকে, ভালদেবেবাসে একসময় মনে হচ্ছিল হেরেই যাবে রিয়াল। কিন্তু করিম বেঞ্জেমা ৮৭ মিনিটে সমতা ফেরান। আগে তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অতিরিক্ত সময়ে গোল করেন লুকা মদ্রিচ।

Advertisement

এইবারের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। লিয়ো মেসি এই ম্যাচে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে দলকে জেতান আঁতোয়া গ্রিজম্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন