ভারতকে যে কড়া চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিয়েই এসেছে সেটা স্পষ্ট করে দিল অস্ট্রেলিয়া। ভারত ‘এ’র বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে স্টিভ স্মিথ (১০৭) আর শন মার্শের (১০৪) সেঞ্চুরির সাহায্যে দিনের শেষে অস্ট্রেলিয়া ৩২৭-৫। ব্রেবোর্ন স্টেডিয়ামে ভারতীয় বোলারদের মধ্যে নবদীপ সাইনির দু’উইকেট ছাড়া বলার মতো পারফরম্যান্স নেই। তিনি ওয়ার্নার (২৫) ও ম্যাট রেনশকে (১১) আউট করেন।