Virat Kohli

‘কেমন অধিনায়ক কোহালি, জানিয়ে দেবে অস্ট্রেলিয়া সফর’

সদ্য-সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র হয়েছে। ক্রিকেটমহলের ফোকাস তাই এখন চার টেস্টের টেস্ট সিরিজে। যা শুরু হচ্ছে অ্যাডিলেডে ছয় ডিসেম্বর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ২০:০৫
Share:

বিরাটের সামনে এই টেস্ট সিরিজ সেরা সুযোগ বলে মনে করছেন আক্রম।

অস্ট্রেলিয়া সফর অধিনায়ক বিরাট কোহালির অগ্নিপরীক্ষা হিসেবেই মনে করছেন ওয়াসিম আক্রম। অনভিজ্ঞ তরুণ অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ভারতের দারুণ সম্ভাবনা দেখছেন তিনি।

Advertisement

সদ্য-সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র হয়েছে। ক্রিকেটমহলের ফোকাস তাই এখন ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে। যা শুরু হচ্ছে অ্যাডিলেডে ছয় ডিসেম্বর। টেস্টে বিশ্বের এক নম্বর দল ভারত চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ হেরেছে। অস্ট্রেলিয়ায় এই সিরিজ তাই অধিনায়ক কোহালির সামনে বিদেশ সফরে নিজেদের প্রমাণের শেষ সুযোগ।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আক্রম বলেছেন, “কোহালির সামনে এটা সেরা সুযোগ। অস্ট্রেলিয়া দল হিসেবে অনভিজ্ঞ। ভারতের তাই ঝাঁপিয়ে পড়া উচিত। আমার অবশ্য ভারত-পাকিস্তানের বোলাররা অস্ট্রেলিয়ায় এলে অন্য চিন্তা হয়। বাড়তি বাউন্সে যেন বেশি উত্সাহী হয়ে না পড়ে, সেটাই সমস্যার। ভারতীয় বোলারদের কিন্তু শর্ট বল করলে চলবে না। সামনে বল রাখতে হবে। শর্ট অব লেংথ ডেলিভারির কিন্তু অপেক্ষাতেই থাকবে ব্যাটসম্যানরা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহালি কেমন, সেটাও বোঝা যাবে এই সিরিজে।”

Advertisement

আরও পড়ুন: বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ব্যাডমিন্টনে রাজ্যের সেরা তৃণাঙ্কুরের

আরও পড়ুন: সেমিফাইনালে মিতালির বাদ পড়াকে সমর্থন ডায়না এডুলজির

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement