Saina-Parupallia Divorce

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এলেন সাইনা, আবার কাশ‍্যপের সঙ্গে থাকার ‘চেষ্টা করছেন’ ব‍্যাডমিন্টন তারকা

গত ১৩ জুলাই হঠাৎই দুঃসংবাদ দিয়েছিলেন সাইনা। কাশ‍্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। ২০ দিন পর সুসংবাদ দিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২৩:০৭
Share:

পারিপাল্লি কাশ‍্যপ এবং সাইনা নেওহাল। ছবি: ইনস্টাগ্রাম।

নিজেদের দ্বিতীয় আর একটা সুযোগ দিচ্ছেন সাইনা নেওহাল ও পারিপাল্লি কাশ‍্যপ। ভারতের এই ব্যাডমিন্টন দম্পতি বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন। কিন্তু আবার তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ।

Advertisement

শনিবার ইন্সটাগ্রামে সাইনা দু’জনের একটা ছবি পোস্ট করে লিখেছেন, “মাঝে মাঝে দূরত্ব শিখিয়ে দেয় একসঙ্গে থাকার মূল‍্য। আমরা আবার চেষ্টা করছি।” স্বাভাবিক ভাবেই সাইনার এই পোস্টে খুশি হয়েছেন ভক্তেরা।

গত ১৩ জুলাই হঠাৎই দুঃসংবাদ দিয়েছিলেন সাইনা। কাশ‍্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। ২০ দিন পর সুসংবাদ দিলেন তিনি।

Advertisement

সে দিনও ইনস্টাগ্রামেই বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন সাইনা। লিখেছিলেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।”

২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের। তারও প্রায় তিন বছর আগে থেকে দু’জনের সম্পর্ক ছিল। হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে বড় হয়েছেন এবং ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। কাশ্যপ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement