India vs England 2025

গাওস্কর-রোহিতের সামনেই তাঁদের কীর্তি স্পর্শ যশস্বীর, তবু নজির গড়া হল না ওপেনারের

দলের প্রয়োজনে আবার ব্যাট হাতে অবদান রাখলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন। ওভালে খেললেন ১১৮ রানের ইনিংস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ২০:২৪
Share:

যশস্বী জয়সওয়াল। ছবি: এক্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের দ্বিতীয় শতরান করলেন যশস্বী জয়সওয়াল। ওভাল টেস্টে দলের প্রয়োজনের সময় তাঁর ব্যাট থেকে এল ১১৮ রানের ইনিংস। শনিবার শতরান করে একই সঙ্গে যশস্বী স্পর্শ করলেন সুনীল গাওস্কর এবং রোহিত শর্মার একটি কীর্তি। তবু নজির গড়া হল না তাঁর!

Advertisement

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে ধারাভাষ্য দিচ্ছেন গাওস্কর। স্বাভাবিক ভাবেই তিনি থাকছেন স্টেডিয়ামে। শনিবার শুভমন গিলদের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন রোহিতও। তাঁদের সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন যশস্বী। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ শতরান করলেন তিনি। গাওস্কর এবং রোহিতও টেস্টে ওপেনার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটে করে শতরান করেছেন। গাওস্কর ৩৭টা টেস্ট খেলে চারটে শতরান করেছেন। রোহিত ১৩টা টেস্টে চারটে শতরান করেছেন। যশস্বী চতুর্থ শতরান করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দশম টেস্টে। এ দিন ২৩ বছরের ক্রিকেটার নিজের ষষ্ঠ টেস্ট শতরান করলেন।

দুই প্রাক্তন অধিনায়কের কীর্তি এক সঙ্গে স্পর্শ করলেও নজির গড়তে পারেননি যশস্বী। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ওপেনার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান রয়েছে লোকেশ রাহুলের। তিনি পাঁচটা শতরান করেছেন ১৬টা টেস্ট খেলে। এই তালিকায় গাওস্কর, রোহিত এবং যশস্বীর পরে রয়েছেন বিজয় মার্চেন্ট এবং মুরলি বিজয়। তাঁদের তিনটে করে টেস্ট শতরান রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনার হিসাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement