শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৭ রান। তাসকিন আহমেদ ৮ রানের বেশি দেননি। যার সুবাদে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে আট রানে হারাল নেদারল্যান্ডসকে। অন্য ম্যাচে ওয়ান ডে বিশ্বকাপ খেলা আয়ারল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় জয় পেল ওমান।
ওপেনার তামিম ইকবালের ৫৮ বলে অপরাজিত ৮৩ রানের সাহায্যে ১৫৩-৭ তোলে বাংলাদেশ। জবাবে নেদারল্যান্ডস ১৪৫-৭। দুটি করে উইকেট পান আল আমিন হোসেন (২-২৪) ও সাকিব আল হাসান (২-২৯)। তবে এক সময় নেদারল্যান্ডস যে চাপে ফেলে দিয়েছিল, স্বীকার করে নেন বাংলাদেশ অধিনায়ক। মাশরাফি মর্তুজা বলেন, ‘‘ওরা ১০ ওভারের পর ভাল জায়গায় ছিল। আমাদের ওই সময় পরপর উইকেট তুলে নেওয়াটা টার্নিং পয়েন্ট।’’
সন্ধের ম্যাচে আইরিশদের ১৫৪-৫-এর জবাবে থ্রিলার ইনিংস উপহার দেয় ওমান। দুই ওপেনার শুরুটা ভাল করলেও মাঝের ওভারে ব্যাটিং ধস নামে। আমির আলি (১৭ বলে ৩২) সেটা দুর্ধর্ষ ভাবে সামলে দেওয়ার পর শেষ দু’বলে তিন রান দরকার ছিল ওমানের। নো বল ফুলটস কিপারের পায়ের ফাঁক দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে পাঁচ রান তুলে নেন মুনিস আনসারি।
আজ বিশ্বকাপে
স্কটল্যান্ড বনাম জিম্বাবোয়ে, নাগপুর, বিকেল ৩-০০
আফগানিস্তান বনাম হংকং, নাগপুর, সন্ধ্যা ৭-৩০
প্রস্তুতি ম্যাচ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ইডেন, সন্ধ্যা ৭-৩০
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭-৩০