ট্রফি দিয়েই বিদায় নিলেন এনরিকে

তবে ভবিষ্যতে ক্যাম্প ন্যু-তে ফেরার রাস্তাও খোলা রাখলেন এনরিকে। বলেছেন, ‘‘ভবিষ্যতে কী হবে তা কেউ বলতে পারে না। আমি ফিরেও আসতে পারি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০৫:১০
Share:

লক্ষ্যপূরণ: বার্সার হয়ে শেষ ট্রফি হাতে এনরিকে। ছবি: টুইটার

ট্রফি দিয়েই বার্সেলোনাকে বিদায় জানালেন লুইস এনরিকে।

Advertisement

মার্চ মাসেই এনরিকে ঘোষণা করেছিলেন, মরসুম শেষ হওয়ার পরেই বার্সেলোনা ছাড়বেন। এবং বিদায় স্মরণীয় করতে রাখতে চান কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে। শনিবার রাতে মাদ্রিদের ভিসেন্ত কালদেরন স্টেডিয়ামে আলাভেজ-কে হারিয়ে তৃপ্ত এনরিকে বলছেন, ‘‘বার্সেলোনা সমর্থকদের খুশি করতে পারাটাই ম্যানেজার হিসেবে আমার সেরা প্রাপ্তি।’’

২০১৫ সালে এনরিকে দায়িত্ব নেন বার্সেলোনার। তাঁর কোচিংয়ে গত তিন বছরে নয়টি ট্রফি জিতেছে বার্সেলোনা। প্রশ্ন উঠছে, তা হলে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেন? এনরিকে বলছেন, ‘‘আমার মনে হয়েছে, এটাই বার্সাকে বিদায় জানানোর সেরা সময়। এতে ফুটবলারদেরও ভাল হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘তোরোটির মধ্যে নয়টি ট্রফিতে জয়ের সুখস্মৃতিই বার্সা ছাড়ার যন্ত্রণা ভুলতে আমাকে সাহায্য করবে।’’

Advertisement

তবে ভবিষ্যতে ক্যাম্প ন্যু-তে ফেরার রাস্তাও খোলা রাখলেন এনরিকে। বলেছেন, ‘‘ভবিষ্যতে কী হবে তা কেউ বলতে পারে না। আমি ফিরেও আসতে পারি।’’ বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তোমিউ শনিবার রাতেই বলে দিয়েছেন, ‘‘এনরিকের মতো সফল ম্যানেজারের জন্য ক্লাবের দরজা সব সময়ই খোলা। ও যখন চাইবে ফিরে আসবে।’’

আরও পড়ুন: কোপা দেল রে জয়ের হ্যাটট্রিক বার্সেলোনার

বার্সা ম্যানেজার হিসেবে তাঁর দুর্দান্ত সাফল্যের নেপথ্যে যে মুখ্য ভূমিকা ছিল লিওনেল মেসি-র, তা জানাতে ভোলেননি এনরিকে। বার্সার ম্যানেজার হিসেবে শেষ সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘মেসি অন্য গ্রহের ফুটবলার। ওর সঙ্গে কারও তুলনা চলে না। মেসি-ই এক নম্বর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement