স্প্যানিশ ‘দৈত্য’দের সময়টা ভাল যাচ্ছে না লা লিগায়। রিয়াল মাদ্রিদ ড্রয়ের পর ড্র করছে। বার্সেলোনার অবস্থাও করুণ। রবিবার সেল্টা ভিগোর সঙ্গে ৪-৩ হারল লিওনেল মেসির ক্লাব। মেসি অবশ্য খেলেননি। কিন্তু নেইমার, সুয়ারেজ ছিলেন। তার পরও বিরতিতে ০-৩ পিছিয়ে যায়। জেরার পিকে বার্সা কেরিয়ারে প্রথম দু’গোল করে কিছুটা মুখরক্ষা করলেও সেটা তাঁর ক্লাবকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।