—প্রতিনিধিত্বমূলক ছবি।
টিউশন পড়ে বাড়ি ফিরছিল দশম শ্রেণীর এক ছাত্রী। আচমকা তার রাস্তা আটকে দাঁড়ান এক যুবক। কিছু বুঝে ওঠার আগে কিশোরীর গলায় চাকু চালিয়ে পালিয়ে যান সেই আগন্তুক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ থানার সাহাপুর অঞ্চলে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
ছাত্রীর পরিবার সূত্রে খবর, সোমবার রাতে বাড়ি থেকে খানিক দূরে টিউশন পড়তে গিয়েছিল সে। ফিরতে রাত হয়েছিল। রাস্তায় মেয়েটির পথ আগলে দাঁড়ান স্থানীয় এক যুবক। ছাত্রীর গলায় অস্ত্র নিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে মেয়েটিকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেছেন, এই ঘটনার মূলে রয়েছেন এলাকারই এক যুবক। তাঁর অভিযোগ, প্রায়শই ওই যুবক তাঁর কন্যাকে কটূক্তি করতেন। রাস্তাঘাটে অপদস্থ করেছেন। সে কথা মেয়ে বাড়িতেও জানিয়েছিল। সোমবার ওই যুবকই তাঁর মেয়েকে খুনের চেষ্টা করেছেন।
ওই আক্রমণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গ্রামেও। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মৌসুমী পারভিন নামে স্থানীয় এক মহিলা বলেন, ‘‘মেয়েদের নিরাপত্তা কোথায়? রাস্তার উপরে একটি কম বয়সি মেয়েকে খুনের চেষ্টা করছে দুষ্কৃতী। মেয়েদের বাড়ি থেকে বেরোনোই তো দায় হয়ে উঠেছে!’’
অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে তারা। তদন্ত শুরু হয়েছে।