India vs New Zealand

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ দল ঘোষণা, দেখে নিন টিম লিস্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোযণা করল বিসিসিআই। এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেলেন দলে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৫:৪৬
Share:
০১ ১৬

বিরাট কোহালি: ভারতীয় দলের মূল কান্ডারী কোহালি। ৫২ ম্যাচে কোহালির রান ১৮৫২।

০২ ১৬

শিখর ধবন: ২৫টি টি২০ ম্যাচে শিখরের রান ৪৫৬।

Advertisement
০৩ ১৬

রোহিত শর্মা: ৬৫টি টি২০ ম্যাচে রোহিতের সংগ্রহ ১৩৯২।

০৪ ১৬

কেএল রাহুল: ৯টি টি২০ খেলে রাহুলের রান ৩০৪।

০৫ ১৬

মণীশ পাণ্ড্য: ১১টি টি২০ ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পাণ্ড্য। মোট রান ১৫৭।

০৬ ১৬

শ্রেয়াস আইয়ার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ অভিষেক হবে শ্রেয়াসের।

০৭ ১৬

দীনেশ কার্তিক: ১০ ম্যাচে কার্তিকের সংগ্রহ ১৪৮।

০৮ ১৬

এম এস ধোনি: ৮০টি টি২০ খেলে ধোনির রান ১২২৫।

০৯ ১৬

হার্দিক পাণ্ড্য: ২১ ম্যাচে ১২৫ রান করেছেন এই তরুণ অলরাউন্ডার, উইকেট নিয়েছেন ১৬টি।

১০ ১৬

অক্ষর পটেল: ৮টি আন্তর্জাতিক টি২০ খেলে অক্ষরের রান ৬২, উইকেট পেয়েছেন ৭টি।

১১ ১৬

যুজবেন্দ্র চাহাল: ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার চাহাল। ৯টি আন্তর্জাতিক টি২০ খেলে চাহালের উইকেট ১৫টি।

১২ ১৬

কুলদীপ যাদব: ৪টি ম্যাচে এই চায়নাম্যান বোলারের উইকেট সংখ্যা ৫।

১৩ ১৬

ভুবনেশ্বর কুমার: ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার ভুবি। ২০টি টি২০ ম্যাচে ১৯টি উইকেট পেয়েছেন ভুবি।

১৪ ১৬

জসপ্রীত বুমরাহ: ২৭টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন জসপ্রীত। মোট উইকেট ৩৭টি।

১৫ ১৬

মহম্মদ সিরাজ: শ্রেয়সের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ অভিষেক হবে সিরাজের।

১৬ ১৬

আশিস নেহরা: শুধু মাত্র প্রথম টি২০ ম্যাচের জন্য দলে রাখা হয়েছে নেহরাকে। কারণ নেহরা আগেই জানিয়েছিলেন কিউয়িদের বিপক্ষে প্রথম টি২০ খেলে অবসর নেবেন তিনি। ২৬টি টি২০ ম্যাচে ভারতের হয়ে ৩৪টি উইকেট নিয়েছেন নেহরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement