Sports News

বিসিসিআই-তে বাড়ছে নির্বাচকের সংখ্যা

বিসিসিআই-এর কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের তরফে বিনোদ রাই বলেন, ‘‘এই দলে আরও লোক দরকার। কারণ ক্রিকেট পাঁচ থেকে সাতটি জায়গায় হয় একসঙ্গে। এবং তিন জনের পক্ষে সব জায়গায় উপস্থিত থাকা সম্ভব নয়।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১৭:১৯
Share:

সিওএ-র নির্দেশ মানতে গত বছরই পাঁচ জনের নির্বাচক কমিটির সদস্য সংখ্যা কমিয়ে তিনে নিয়ে আসতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তিন জনের নির্বাচক কমিটির পক্ষে এত কিছু সামলানো সম্ভব হচ্ছে না। বিসিসিআই-এর কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের তরফে বিনোদ রাই বলেন, ‘‘এই দলে আরও লোক দরকার। কারণ ক্রিকেট পাঁচ থেকে সাতটি জায়গায় হয় একসঙ্গে। এবং তিন জনের পক্ষে সব জায়গায় উপস্থিত থাকা সম্ভব নয়।’’

Advertisement

সুপ্রিম কোর্ট নিয়োজিত জাস্টিস আরএম লোঢা কমিটির নির্দেশ অনুযায়ী বিসিসিআই গত বছর নির্বাচক কমিটি থেকে ছেটে ফেলেছিল যতীন পরাঞ্জপে ও গগন খোদাকে। এই মুহূর্তে নির্বাচক কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন উইকেট কিপার এমএসকে প্রসাদ। আর বাকি দু’জন দেবাং গাঁধী ও সরণদীপ সিংহ। এই মুহূর্তে প্রসাদ রয়েছেন ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায়। বাকি দু’জন নজর রেখেছিলেন মুস্তাক আলি ট্রফিতে।

বিনোদ রাই জানিয়েছেন তাঁরা এই বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলেছেন। বলেন, ‘‘সুপ্রিম কোর্ট এই সদস্য সংখ্যা কমিটে পাঁচ থেকে তিন করে দিয়েছিল। আমরা এই বিষয়টি নিয়ে ভাবছি। আমরা সুপ্রিম কোর্টের কাছেও আবেদন জানিয়েছি।’’

Advertisement

আরও পড়ুন
ভারতীয় দলে ফিরলেন সুরেশ রায়না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন