করোনাভাইরাস

মুস্তাক আলিতে নামছে বাংলা, নতুনদের সুযোগ দিতে চাইছেন অরুণলাল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ২২:২০
Share:

ওড়িশার বিরুদ্ধে নামার আগে কোচ অরুণ লালের সঙ্গে আলোচনায় মগ্ন অধিনায়ক অনুষ্টুপ। ছবি : সিএবি মিডিয়া

২০২০ সালের ১৩ মার্চ। শেষবার ওঁদের সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ফাইনালে ২২ গজের যুদ্ধে লড়তে দেখা গিয়েছিল। তারপর করোনাভাইরাস অনেকটা সময় কেড়ে নিয়েছে। যদিও ক্রিকেটকে বন্ধ রাখা যায়নি। ক্রিকেটারদের ছন্দ বজায় রাখতে বেঙ্গল টি-টিয়েন্টি লিগের আয়োজন করেছিল সিএবি। সেই গা ঘামানো প্রতিযোগিতার অভিজ্ঞতা নিয়ে এবার সৈয়দ মুস্তাক আলি অভিযান শুরু করবে বঙ্গব্রিগেড। রবিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ওড়িশার বিরুদ্ধে নামার আগে নতুনদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিলেন কোচ অরুণলাল

ম্যাচের আগে অরুণলাল বলেছেন, ‘‘ছেলেদের নিয়ে আমি আশাবাদী। সিনিয়র-জুনিয়রদের নিয়ে আমাদের দল গড়া হয়েছে। এই দলে এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা অনায়াসে খেলা ঘুরিয়ে দিতে পারে।’’ একইসঙ্গে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছেন ফাইটার লাল। তিনি যোগ করেন, ‘‘আমাদের বিভিন্ন সময় খেলতে হবে। ভেন্যুগুলোও আলাদা। রাতের দিকের ম্যাচগুলোতে শিশির বড় ফ্যাক্টর হবে। তাই সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেব।’’

Advertisement

আরও খবর: এখন আমি পুরো ফিট: ঈশান পোড়েল


বিপক্ষ ওড়িশা দলে বড় নাম নেই। কিন্তু বরাবরই এই ফরম্যাটে বাংলাকে বেগ দিয়েছে। সেটা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বেশ ভাল জানেন। তাই বললেন, ‘‘টি-টিয়েন্টি ফরম্যাটে মুহুর্তে খেলা বদলে যায়। তাছাড়া গত মরসুমে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে একটা সময় ওরা ব্যাকফুটে ঠেলে দেয়। তাই ওদের দলে বড় নাম না থাকলেও সমীহ করতেই হবে।’’

Advertisement

আরও খবর: আঙুল ভাঙল, ছয় সপ্তাহ মাঠের বাইরে রবীন্দ্র জাডেজা, ইংল্যান্ড সিরিজেও অনিশ্চিত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন