Sports News

ফেড যাত্রা সেরে পাহাড়ে ফিরছে আইজল, ফাইনালে বেঙ্গালুরু

ফেডারেশন কাপ অভিযান শেষ হল আই লিগ চ্যাম্পিয়নদের। চরম নাটকীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে ফেড কাপ থেকে বিদায় নিল ভারতীয় ফুটবলের ‘লেস্টার সিটি’ আইজল এফসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ২০:২৪
Share:

গোলের পর বেঙ্গালুরু শিবিরে উচ্ছ্বাস। ছবি: ফেসবুক।

ফেডারেশন কাপ অভিযান শেষ হল আই লিগ চ্যাম্পিয়নদের। চরম নাটকীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে ফেড কাপ থেকে বিদায় নিল ভারতীয় ফুটবলের ‘লেস্টার সিটি’ আইজল এফসি। এ দিন ফেড কাপের প্রথম সেমিফাইনালে পুরো ম্যাচের দখল নিতে ব্যর্থ হয় দুই দলই। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা ছিল আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন। ম্যাচের ৮ মিনিটে এ দিনের খেলার একমাত্র গোলটি আসে বেঙ্গালুরুর তরফ থেকে। সি কে বিনিথের বাড়ানো বল মিট করতে গেলে বক্সের মধ্যে ফাউল করা হয় অলউইন জর্জকে। পেনাল্টি পায় বেঙ্গালুরু। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অস্ট্রেলীয় মিডফিল্ডার ক্যামেরন ওয়াটসন।

Advertisement

আরও খবর: ফেডারেশন কাপ: ডাফির গোলে এগিয়ে গেল মোহনবাগান, লাইভ...

এর পর গোটা ম্যাচে(সংযুক্তি সময়সহ)৮৯ মিনিট সময় পেলেও গোল পরিশোধ করতে ব্যর্থ হয় খালিদ জামিলের দল। অন্যদিকে গোল সংখ্যা বাড়াতেও ব্যর্থ কর্ণেল গ্লেন-জন জনসনরা। বহুবার গোলের সামনে এলেও গোল মুখ খুলতে ব্যর্থ হন দু’দলই। ম্যাচের একেবারে অন্তিমলগ্নে বাই কামোকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় আইজল। কিন্তু প্রথম পেনাল্টির অ্যাকশন রিপ্লে ছিল না এটি। দুরন্ত সেভ করে আইজলের শেষ আশায় জল ঢেলে দেন বেঙ্গালুরু গোলরক্ষক অমরিন্দর সিংহ।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন