গত বছর টি২০ ক্রিকেটে একাধিক অসাধারণ পারফরম্যান্স দেখেছে ক্রিকেটবিশ্ব। দেখেছে অসাধারণ কিছু ক্যাচ, ম্যাচ ঘোরানো কিছু স্পেল। সেই পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা টি২০ দল বেছে নিলাম আমরা। দেখুন তো আপনার দলের সঙ্গে এর মিল কতটা।
অ্যারন ফিঞ্চ: গত বছর টি ২০-তে বেশ ভাল ফর্মে ছিলেন এই অজি ওপেনার। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছেন ফিঞ্চ। আমাদের দলের অন্যতম ওপেনার তিনিই।
এভিন লিউয়িস: ক্রিকেটের ছোট ফর্ম্যাটে বিধ্বংসী ফর্মে আছেন এই ক্যারিবীয় বাঁহাতি। দলের দ্বিতীয় ওপেনার তিনিই।
বিরাট কোহালি: এই মুহূর্তে বিশ্বসেরাদের কোনও দলই কোহালিকে ছাড়া ভাবা সম্ভব নয়। আমাদের দলের তিন নম্বরে থাকছেন তিনি। দলের অধিনায়কও তিনিই।
কেন উইলিয়ামসন: চার নম্বরে থাকছেন কিউয়ি অধিনায়ক। আইসিসি টি২০ ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে আছেন কেন।
এবি ডেভিলিয়ার্স: দক্ষিণ আফ্রিকার এই ডানহাতির ব্যাটিং নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি থাকছেন আমাদের দলের পাঁচ নম্বরে। দলের উইকেটরক্ষকও তিনিই।
গ্লেন ম্যাক্সওয়েল: একার হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই অজি অল রাউন্ডার। আমাদের দলের ছ’নম্বরে রয়েছেন তিনি।
সাকিব অল হাসান: এই মুহূর্তে টি২০-তে বিশ্বের এক নম্বর এই বাংলাদেশী অলরাউন্ডার। তিনি থাকছেন সাত নম্বরে।
ইমাদ ওয়াসিম: বাঁহাতি এই পাক অল রাউন্ডার টি২০-এর বোলারদের তালিকায় এই মুহূর্তে এক নম্বরে।
সুনীল নারিন: ক্যারিবীয় এই মিস্ট্রি স্পিনার যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারেন। ব্যাটিংয়ের হাতটাও বেশ ভাল।
জসপ্রিত বুমরা: টি২০-তে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেসার ভারতের বুমরা। তিনি থাকছেন পেস বিভাগের দায়িত্বে।
মুস্তাফিজুর রহমান: বাংলাদেশের এই বাঁহাতি কাটার মাস্টার থাকছেন দলের দ্বিতীয় পেসার হিসাবে।