Lokesh Rahul

দুই ইনিংসেই বোল্ড! গাওস্করের লজ্জার রেকর্ড স্পর্শ করলেন লোকেশ রাহুল

রাহুলের ক্রিকেট কেরিয়ারে এটা তৃতীয় ঘটনা, যখন তিনি টেস্টের দুই ইনিংসেই বোল্ড হলেন। এই টেস্টের প্রথম ইনিংসে জশ হেজেলউডের বলে বোল্ড হয়েছিলেন ডানহাতি ওপেনার। আর সোমবার মিচেল স্টার্কের বলে বোল্ড হলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৮
Share:

প্রশ্নের মুখে লোকেশ রাহুলের টেস্ট কেরিয়ার। ফাইল ছবি।

সুনীল গাওস্করের লজ্জার রেকর্ড স্পর্শ করলেন লোকেশ রাহুল। পার্‌থ টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন তিনি। এই নিয়ে কোনও টেস্টের দুই ইনিংসেই তিন বার বোল্ড হলেন তিনি।

Advertisement

রাহুলের ক্রিকেট কেরিয়ারে এটা তৃতীয় ঘটনা, যখন তিনি টেস্টের দুই ইনিংসেই বোল্ড হলেন। এই টেস্টের প্রথম ইনিংসে জশ হেজেলউডের বলে বোল্ড হয়েছিলেন ডানহাতি ওপেনার। আর সোমবার মিচেল স্টার্কের বলে বোল্ড হলেন তিনি। ফিরলেন চতুর্থ বলেই। দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র দুই রান।

সুনীল গাওস্করের ক্রিকেট কেরিয়ারে দুই ইনিংসেই বোল্ডের ঘটনা রয়েছে তিন বার। রাহুল সেটাই স্পর্শ করলেন। তবে গাওস্করের ১২৫ টেস্টের কেরিয়ারে এই ঘটনা ঘটেছে বার তিনেক। আর রাহুলের ক্ষেত্রে এটা ঘটল মাত্র ৩৩ টেস্টে। চলতি বছরে টেস্টে ২২ ইনিংসে ২২.২৮ গড়ে ৪৬৮ রান করেছেন রাহুল। যা তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ।

Advertisement

আরও পড়ুন: আউট কোহালি-বিজয়, চার উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত​

আরও পড়ুন: ৫ বছরে দু’শোর বেশি রান তাড়া করে জেতেনি ভারত, পার্‌থে কি 'রেকর্ড' ভাঙবে?​

বোল্ড রাহুল। উল্লসিত স্টার্ক। ছবি: এএফপি।

চলতি বছরের তাঁর দুটো ইনিংস উল্লেখযোগ্য। একটি আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ৫৪। অন্যটি ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৯। পার্‌থ টেস্টে দুই ইনিংসে ফের ব্যর্থতার পর রাহুলের টেস্ট কেরিয়ারে রীতিমতো সঙ্কটে। বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে তাঁর বাদ পড়া প্রায় নিশ্চিত।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন