Lokesh Rahul

ব্যাটে নয়, সততায় ক্রিকেটমহলের মন জিতলেন লোকেশ রাহুল

শনিবার অস্ট্রেলিয়ার ইনিংসের সেটা ১৫তম ওভার। রবীন্দ্র জাডেজার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মেরেছিলেন মার্কাস হ্যারিস। মিড-অনে দাঁড়ানো লোকেশ রাহুল ঝাঁপিয়ে পড়ে ধরেন তাঁর ক্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১৬:৫৬
Share:

এটা ক্যাচ নয়, হাতের ইশারায় দেখাচ্ছেন লোকেশ রাহুল। ছবি: এএফপি।

ব্যাটে রানের মধ্যে নেই। বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচ ইনিংসে তাঁর রান যথাক্রমে ২, ৪৪, ২, ০ ও ৯। করেছেন মোটে ৫৭। ব্যাটে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় হতে হয়েছে বিদ্রুপের শিকার। তার মধ্যেই সততার পরিচয় রেখে ক্রিকেটমহলের মন জিতলেন লোকেশ রাহুল

Advertisement

শনিবার অস্ট্রেলিয়ার ইনিংসের সেটা ১৫তম ওভার। রবীন্দ্র জাডেজার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মেরেছিলেন মার্কাস হ্যারিস। মিড-অনে দাঁড়ানো লোকেশ রাহুল ঝাঁপিয়ে পড়ে ধরেন তাঁর ক্যাচ। ধারাভাষ্যকাররা বলে ওঠেন ক্যাচ নেওয়ার কথা। উচ্ছ্বাস দেখাতে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু হাতের ইশারায় লোকেশ রাহুল বুঝিয়ে দেন যে এটা ক্যাচ নয়। খালি চোখে যদিও মনে হচ্ছিল রাহুল ঠিকঠাকই নিয়েছেন ক্যাচ।

কিন্তু রাহুল বোঝান যে বল ড্রপ নিয়ে তাঁর হাতে এসেছে। রিপ্লেতেও তাই দেখা যায়। তবে তার আগেই রাহুল জানিয়ে দিয়েছিলেন যে মার্কাসের ক্যাচ তিনি নেননি। আর এই আচরণ প্রশংসা কুড়োয় ক্রিকেটমহলে। ধারাভাষ্যকাররা তাঁর প্রশংসায় মাতেন। বলা হয়, ক্রিকেট যে ‘জেন্টলম্যানস গেম’ তা, ফের প্রমাণ করলেন ভারতীয় ওপেনার। আম্পায়ার ইয়ান গোল্ডও তাঁকে উৎসাহিত করেন হাততালি দিয়ে। মার্কাস তখন ব্যাট করছিলেন ২৪ রানে। তিনি শেষ পর্যন্ত করেন ৭৯। জাডেজার বলেই বোল্ড হন বাঁ-হাতি ওপেনার।

Advertisement

আরও পড়ুন: সারা দিনে পড়ল ৬ উইকেট, তবুও ম্যাচ বাঁচানো মুশকিল অস্ট্রেলিয়ার

আরও পড়ুন: টিম ইন্ডিয়া এখন পূজারাকে কী নামে ডাকছে জানেন?​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement