Rohit Sharma

সিডনিতে রোহিতের পরিবর্তে প্রথম এগারোয় কে, শুরু জল্পনা

জাতীয় নির্বাচকরা টেস্ট স্কোয়াডে রোহিতের বদলি হিসেবে কারওর নাম ঘোষণা করেননি। ফলে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের কেউ তাঁর জায়গা নেবেন বলে মনে করা হচ্ছে। সমস্যা হল, দলে আর কোনও বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:২৬
Share:

৮ জানুয়ারি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন রোহিত। ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে।

বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টে সিডনিতে নেই রোহিত শর্মা। সদ্য বাবা হওয়া মুম্বইকর ফিরে গিয়েছেন দেশে। তিনি অস্ট্রেলিয়া ফিরবেন ওয়ানডে সিরিজের জন্য। ৮ জানুয়ারি শিবিরে যোগ দেবেন তিনি। ফলে, বৃহস্পতিবার সিডনিতে শুরু হতে চলা চতুর্থ টেস্টে ভারতের কম্বিনেশন কী হবে, তা নিয়ে চলছে চর্চা।

Advertisement

জাতীয় নির্বাচকরা টেস্ট স্কোয়াডে রোহিতের বদলি হিসেবে কারওর নাম ঘোষণা করেননি। ফলে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের কেউ তাঁর জায়গা নেবেন বলে মনে করা হচ্ছে। সমস্যা হল, দলে আর কোনও বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। ফলে, অনেক নাম ভেসে আসছে। মাথায় রাখতে হচ্ছে সিডনির উইকেটের কথাও। যা স্পিন সহায়ক হওয়ারই সম্ভাবনা।

ভারত সেক্ষেত্রে জোড়া স্পিনার খেলাতে পারে সিডনিতে। রবীন্দ্র জাডেজা তো আছেনই। ফিট হয়ে উঠলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যেতেই পারে প্রথম এগারোয়। অশ্বিন যদি ফিট নাও হন। দ্বিতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন কুলদীপ যাদব। তাঁর বোলিংয়ের ধরন জাডেজার থেকে একেবারেই আলাদা। ফলে, দুই বাঁ-হাতি স্পিনার খেললেও আক্রমণকে একমুখী দেখাবে না।

Advertisement

আরও পড়ুন: টেস্ট জিতে হোটেলে ফেরার সময় নাচলেন কোহালি, দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: বুমরার বৈচিত্র লক্ষ্মণকে কার কথা মনে করাচ্ছে জানেন?​

রোহিতের জায়গায় একজন বোলার খেললে অবশ্য ব্যাটিংয়ের গভীরতা কমতে বাধ্য। ব্যাটিংয়ের লেজও দেখাবে অনেক বড়। তাই ওপেনিং থেকে ছয় নম্বরে নামিয়ে আনা যেতে পারে হনুমা বিহারীকে। অস্থায়ী ওপেনার হিসেবে তাঁকে তেমন স্বচ্ছন্দ দেখায়নি। আর তিনি ওপেনার ননও। মিডল অর্ডারেই খেলে এসেছেন সমস্ত পর্যায়ে। তাঁকে ছয়ে নামালে অবশ্য ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গী খুঁজতে হবে। ফেরানো হতে পারে স্কোয়াডে থাকা দুই ওপেনার মুরলী বিজয় ও লোকেশ রাহুলের মধ্যে কোনও একজনকে। কিন্তু, দু’জনেই সিরিজের প্রথম দুই টেস্টে ব্যর্থ। তার জন্যই মেলবোর্নে বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে এমন কিছু কেউ করেননি যে ফেরাতে হবে দলে। ফলে, হনুমাকে মিডল অর্ডারে নামানোর সিদ্ধান্ত সহজ নয়।

কেউ কেউ আবার বলছেন অলরাউন্ডার হার্দিক পান্ড্যকে খেলানোর কথা। যুক্তি হচ্ছে, সিডনির উইকেটের কথা মাথায় রেখে দুই পেসার ও দুই স্পিনারে খেলা হোক। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে খেলুন জশপ্রীত বুমরা ও মহম্মদ শামি। আর দুই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলুন অশ্বিন-জাডেজা। ইশান্ত শর্মাকে বসিয়ে দলে আনা হোক হার্দিককে। তিনি তৃতীয় পেসারের কাজটাও করে দিতে পারবেন। আর ব্যাটেও বাড়াবেন গভীরতা। হার্দিক পান্ড্য, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা তখন নামবেন ছয়, সাত, আট ও নয় নম্বরে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন