Rohit Sharma

‘এঁদের খেলতে সমস্যায় পড়তাম’, রোহিতের মুখে প্রোটিয়া ও অজি পেসারের নাম

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত নজর কেড়েছিলেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে ২০১৩ সাল পর্যন্ত রোহিত নিজের জায়গা পাকা করতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২০ ১২:২৯
Share:

২০১৩ সালে একদিনের ক্রিকেটে ওপেনার হওয়ার পরই রোহিতের ব্যাটে আসে ধারাবাহিকতা। ছবি: পিটিআই।

আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো অভিষেক হয়নি রোহিত শর্মার। সেই শুরুর নড়বড়ে দিনগুলোয় কাদের বল খেলতে সমস্যায় পড়তেন, জানালেন মুম্বইকর।

Advertisement

মহম্মদ শামির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে রোহিত বলেন, “আমি যখন জাতীয় দলে এসেছিলাম, তখন বিশ্বের দ্রুততম বোলার ছিল ব্রেট লি। এক দিনের ক্রিকেটে যখন অভিষেক হয়, তখন আয়ারল্যান্ডে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য। তখন ডেল স্টেনও মারাত্মক জোরে বল করত। শুরুর সেই দিনগুলোয় লি আর স্টেনকে খুব পছন্দ করতাম। ওদের বিরুদ্ধে ব্যাট করতে সমস্যায়ও পড়তাম।’

আরও পড়ুন: রোহিতের সাফল্যের পিছনে অবদান ধোনির, দাবি গৌতম গম্ভীরের

Advertisement

আরও পড়ুন: নেতৃত্বে গম্ভীর, দেখে নিন নাইট রাইডার্সের সেরা আইপিএল একাদশ

এই প্রজন্মে কোন বোলারদের বিরুদ্ধে সমস্যায় পড়েন? ৩৩ বছর বয়সি ডানহাতি ওপেনার বলেন, “এখনকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ভাল বোলার। জশ হ্যাজেলউডকেও পছন্দ করি। ওর বোলিংয়ে দুর্দান্ত শৃঙ্খলা থাকে।”

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত নজর কেড়েছিলেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে ২০১৩ সাল পর্যন্ত রোহিত নিজের জায়গা পাকা করতে পারেননি। একদিনের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি তাঁকে ওপেনার হিসেবে নামানোর পরই ধারাবাহিকতা দেখা যায় রোহিতের ব্যাটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন