কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।
সহজে উইম্বলডনের প্রথম রাউন্ডের বাধা টপকালেন মহিলাদের শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা। ইটালির ফ্যাবিয়ো ফগনিনির বিরুদ্ধে পাঁচ সেট লড়াই করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছোলেন পুরুষদের দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। প্রথম রাউন্ডেই বিদায় নিলেন অষ্টম বাছাই হোলগার রুন, নবম বাছাই দানিল মেদভেদেভ এবং ২৪তম বাছাই স্টেফানো চিচিপাস। লন্ডনের গরমে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হলেন ওন্স জাবেউর।
সাবালেঙ্কার সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি কানাডার কার্সন ব্রানস্টিন। ৬-১, ৭-৫ ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা। তাঁর মতো সহজ জয় পেলেন না আলকারাজ়। চোট-আঘাতে বাছাই তালিকার বাইরে চলে যাওয়া ফগনিনিকে হারাতে যথেষ্ট ঘাম কষ্ট করতে হল। ইটালির ৩৮ বছরের ফগনিনি এক সময় বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় ছিলেন। কেন তাঁকে ঘাসের কোর্টের বিশেষজ্ঞ হিসাবে টেনিস মহল বিবেচনা করে, তার উত্তর উইম্বলডনের প্রথম রাউন্ডেই পেয়ে গেলেন আলকারাজ়। ৪ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াই হল সমানে সমানে। দু’জনেই পাল্লা দিয়ে ডবল ফল্ট (ন’টি করে) করলেন। লম্বা লম্বা র্যালি হল বেশ কিছু। নেট পয়েন্ট জেতার ক্ষেত্রে ফগনিনির থেকে পিছিয়ে থাকলেন আলকারাজ়। ব্রেক পয়েন্ট তুলনায় বেশি কাজে লাগালেন। আলকারাজ় ম্যাচ বের করলেন ১৪টি ‘এস’ সার্ভিস করে। উত্তরে ফগনিনির র্যাকেট থেকে বেরিয়েছে একটি ‘এস’ সার্ভিস। প্রথম চারটি সেটে তুল্যমূল্য লড়াই হয়েছে দু’জনের। প্রথম সেট ৭-৫ ব্যবধানে জেতেন আলকারাজ়। দ্বিতীয় সেটে সমতা ফেরান ফগনিনি। জেতেন ৭-৬ (৭-৫) ব্যবধানে। আবার তৃতীয় সেট আলকারাজ়ের পক্ষে ৭-৫। চতুর্থ সেট ছিনিয়ে নেন ফগনিনি ৬-২ গেমে। পঞ্চম সেট অবশ্য কিছুটা একপেশে হল। বয়স এবং গরমে কাহিল ফগনিনি ততটা লড়াই করতে পারলেন না, যতটা আশা করা হয়েছিল। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি কয়েক দিন আগে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়া স্পেনের তরুণ। ৬-১ ব্যবধানে সহজে জিতে নেন সেট এবং ম্যাচও। শেষ পর্যন্ত গত দু’বারের চ্যাম্পিয়নের পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৭ (৫-৭), ৭-৫, ২-৬, ৬-১।
আলকারাজ় পাঁচ সেট লড়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেও প্রথম রাউন্ডেই বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে ছিটকে গেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মেদভেদেভ। ফ্রান্সের অবাছাই খেলোয়াড় বেঞ্জামিন বোঞ্জির কাছে তিনি হারলেন ৬-৭ (২-৭), ৬-৩, ৬-৭ (৩-৭), ২-৬ ব্যবধানে। বিদায় নিলেন চিচিপাসও। তাঁকে হারালেন ফ্রান্সের আর এক অবাছাই খেলোয়াড় ভ্যালেন্টিন রোয়ের। ৩-৬, ২-৬ ব্যবধানে পিছিয়ে থাকার সময় ম্যাচ ছেড়ে দেন গ্রিক তারকা। প্রথম রাউন্ডে ছিটকে গেলেন অষ্টম বাছাই হোলগার রুনও। তাঁকে ৪-৬, ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারালেন চিলির অবাছাই খেলোয়াড় নিকোসাল জেরি। প্রথম দু’টি সেট জিতেও উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছোতে পারলেন না ডেনমার্কের তরুণ।
প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন ২০ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পোপিরিন। তাঁকে ৬-৪, ৬-১, ৪-৬, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন ব্রিটেনের অবাছাই খেলোয়াড় আর্থার ফেরি। সোমবার হেরে গিয়েছেন ১৬ নম্বর বাছাই আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরানডোলো। তাঁকে ৪-৬, ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-০ ব্যবধানে হারিয়েছেন পর্তুগালের অবাছাই খেলোয়াড় নুনো বর্জেস।
গরমের জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন মহিলাদের সিঙ্গলসে দু’বারের উইম্বলডন ফাইনালিস্ট জাবেউর। সরে দাঁড়ানোর সময় তিনি বুলগেরিয়ার ভিক্টোরিয়া টোমোভার বিরুদ্ধে ৬-৭ (৫-৭), ০-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন।