French Open 2024

ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে প্রত্যাবর্তন, ওসাকাকে হারালেন শিয়নটেক, ফরাসি ওপেনে জয় আলকারাজ়েরও

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন মহিলা সিঙ্গলসের শীর্ষ বাছাই শিয়নটেক। অবাছাই হিসাবে খেলতে আসা জাপানের ওসাকার বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেলেন গত বারের চ্যাম্পিয়ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২৪ ০০:১৯
Share:

ইগা শিয়নটেক। ছবি: এক্স (টুইটার)।

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। ২ ঘণ্টা ৫৮ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭-১), ১-৬, ৭-৫ ব্যবধানে হারালেন নাওমি ওসাকাকে। পুরুষদের সিঙ্গলসেও লড়াই করে জিততে হল তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ় এবং নবম বাছাই স্তেফানো চিচিপাসকে। সহজ জয় পেলেন ষষ্ঠ বাছাই আন্দ্রে রুবলেভ। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠলেন অষ্টম বাছাই ওনস জাবেউর। তাঁকেও যথেষ্ট লড়াই করতে হল।

Advertisement

প্রত্যাশা মতো খেলতেই পারলেন না শিয়নটেক। তবু ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন। তাঁর হার না মানা লড়াইয়ের সামনে হার স্বীকার করতে বাধ্য হলেন অবাছাই হিসাবে খেলতে আসা ওসাকা। ৬৯ মিনিটের প্রথম সেটে দু’জনের মধ্যে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জেতেন গত বারের চ্যাম্পিয়ন। ৬-৬ হওয়ার পর টাইব্রেকারে কিছুটা চেনা মেজাজে পাওয়া যায় শীর্ষ বাছাইকে। ওসাকাকে হারিয়ে দেন ৭-১ ব্যবধানে।

তাঁকে এ দিন ভোগাল মূলত সার্ভিস। প্রথম সার্ভিস ঠিকঠাক হচ্ছিল না শিয়নটেকের। কাজে লাগাতে পারেননি একাধিক ব্রেক পয়েন্টও। সেই সুযোগ কাজে লাগিয়ে পিছিয়ে পড়েও খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেন ওসাকা। ২৭ মিনিটে দ্বিতীয় সেট জিতে নেন ৬-১ ব্যবধানে। তৃতীয় সেটে শিয়নটেক মরিয়া লড়াইয়ের চেষ্টা করলে কোনও কিছুই ঠিক মতো হচ্ছিল না তাঁর। ঠিক মতো মারতে পারছিল না ব্যাকহ্যান্ডও। কয়েকটি চোখ ধাঁধানো ফোরহ্যান্ড উইনার ছাড়া তাঁর কাছে তেমন কিছু পাওয়া গেল না। শুরুতেই ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েন। এর পর অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ালেন তিনি। ৩-৫ ব্যবধানে এগিয়ে যাওয়া ওসাকা তৃতীয় সেটের নবম গেমে এক সময় ৪০-৩০ ব্যবধানে এগিয়ে ছিলেন। তৃতীয় রাউন্ড থেকে এক পয়েন্ট দূরে ছিলেন তিনি। ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ওসাকার সার্ভিস ভাঙেন শিয়নটেক। এই প্রত্যাবর্তনের পর আর শীর্ষ বাছাইকে আটকানো যায়নি। টানা চারটি গেম এবং ম্যাচ জিতে নেন।

Advertisement

পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে আলকারাজ়ের প্রতিপক্ষ ছিলেন জেসপার ডে জং। প্রথম দু’টি সেট ৬-৩, ৬-৪ ব্যবধানে সহজে জিতে নিলেও তৃতীয় সেটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আলকারাজ়কে। বলা ভাল খেলতেই পারলেন না সে ভাবে। ফলে ২-৬ ব্যবধানে হেরে যান তিনি। তবে চতুর্থ সেটে আবার চেনা মেজাজে দেখা গিয়েছে স্পেনের তরুণ খেলোয়াড়কে। ৬-২ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি। লড়াই করতে হল নবম বাছাই গ্রিসের চিচিপাসকেও। জার্মানির ড্যানিয়েল অল্টমেয়ারের বিরুদ্ধে তাঁকেও লড়াই করতে হল চার সেট। তিনি জিতলেন ৬-৩, ৬-২, ৬-৭ (২-৭), ৬-৪ ব্যবধানে। তুলনায় সহজ জয় পেলেন রুবলেভ। তিনি স্পেনের পেড্রো মার্তিনজকে হারালেন ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে।

শিয়নটেক ছিটকে গেলেও মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠলেন জাবেউর। তাঁকেও কঠিন লড়াই করতে হল দ্বিতীয় রাউন্ডে। ওসোরিয়ো সেরানোর বিরুদ্ধে তিনি জিতলেন ৬-৩, ১-৬, ৬-৩ ব্যবধানে। হেরে গিয়েছেন ২১ নম্বর বাছাই ফ্রান্সের ক্যারোলিনা গার্সিয়া। তাঁকে ৬-৩, ৬-৩ ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়েছেন আমেরিকার সোফিয়া কেনিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement