Sports News

চ্যাম্পিয়ন্স ট্রফি: ১১ বছর পর যুবরাজ, ছ’বার খেলতে চলেছেন শোয়েব

নানা কারণে খেলতে পারেননি অনেকদিন। ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের পর দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়তে হয়েছে জীবনের সঙ্গে। তার পর আবার ফিরেছেন কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি যুবরাজ সিংহর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৬:২৪
Share:

যুবরাজ সিংহ ও শোয়েব মালিক। ছবি: সংগৃহীত।

নানা কারণে খেলতে পারেননি অনেকদিন। ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের পর দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়তে হয়েছে জীবনের সঙ্গে। তার পর আবার ফিরেছেন কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি যুবরাজ সিংহর। এতদিন পর আবার সুযোগ এসেছে তাঁর সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে জায়গা করে নিয়েছেন যুবরাজ। ভারতীয় দলে ফিরে যুবরাজ বলেন, ‘‘আমি ভারতের হয়ে ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্টে ফিরতে পেরে খুশি। মুখিয়ে রয়েছি নিজের সেরাটা দিয়ে ট্রফি ধরে রাখতে।’’

Advertisement

আরও খবর: আইসিসিতে শেষ পর্যন্ত থাকছেন শশাঙ্ক মনোহর

যখন ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছেন যুবরাজ ঠিক তখনই পর পর ছ’টি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার রেকর্ডের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের শোয়েব মালিক। এই তালিকায় অবশ্য তাঁর সঙ্গে রয়েছেন আরও অনেকে। যেমন, রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), রাহুল দ্রাবির (ভারত)। ড্যানিয়েল ভেত্তোরি (নিউজিল্যান্ড), মার্ক বুচার ও জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), সনথ জয়সূর্য, মাহেলা জয়বর্ধনে ও কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা)। আইসিসি রিলিজ দিয়ে এদিন এই তথ্য জানিয়েছেন। ২০০২এ প্রথম এই ট্রফি খেলেন শোয়েব। এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে ৩২৬ রান ও ১০ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এখনও পর্যন্ত ২৪৭টি আন্তর্জাতিক ওডিআই খেলেছেন শোয়েব। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ২৫০ ওডিআই ক্লাবে ঢুকে পড়বেন তিনি। সেই তালিকায় তাঁর আগে রয়েছেন ৪১ জন। তিনি বলেন, ‘‘এত বড় টুর্নামেন্টে আমি পাকিস্তান দলে সুযোগ পেয়ে খুশি। আমি যদি দেখি আমার আগে কে কে ছ’বার এই ট্রফি খেলেছে তা হলে সেটা সম্মানের। তাঁর বিশ্বের সেরা ক্রিকেট আইকন।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন