Sports News

বিরাটের সঙ্গে একই আসনে কাকে বসালেন সৌরভ

সৌরভের মতে, টেস্টের স্পেশালিস্ট ব্যাটসম্যানদের কথা এলে চেতেশ্বর পূজারা আর বিরাট কোহালির মধ্যে কোনও পার্থক্য নেই। বলেন, ‘‘ওর টেস্ট রেকর্ড দেখেছেন?’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ১৭:৩৮
Share:

চেতেশ্বর পূজারার প্রশংসায় এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু প্রশংসাই করলেন না, আরও একধাপ এগিয়ে বিরাট কোহালির সঙ্গেও তুলনা করলেন। দু’জনকে এক আসনেই বসালেন তিনি প্রাক্তন ভারত অধিনায়ক। বুধবার নিজের বইয়ের উদ্বোধনে গিয়ে সৌরভ বলেন, ‘‘পূজারা পুরনো ক্রিকেট স্কুলের ছাত্র। যে সারাক্ষণ নিজের উন্নতির চেষ্টা করে আর মাঠে সেটা কের দেখায়।’’
সৌরভের মতে, টেস্টের স্পেশালিস্ট ব্যাটসম্যানদের কথা এলে চেতেশ্বর পূজারা আর বিরাট কোহালির মধ্যে কোনও পার্থক্য নেই। বলেন, ‘‘ওর টেস্ট রেকর্ড দেখেছেন? ৫৭ ম্যাচ শেষে ওর ঝুলিতে ১৪টি সেঞ্চুরি। কিন্তু ও যতটা সফল ততটা প্রচার পায়নি।’’ এর সঙ্গেই সৌরভ জুড়ে দেন, ‘‘এই দলে বিরাট কোহালির সঙ্গে ওর রেকর্ড বাকি সকলের থেকে ভাল।’’
সৌরভের মতে সেরা দলের তিন নম্বর সব সময় সেরা হয়। যেমন তাঁর সময় ছিলেন রাহুল দ্রাবিড়। যখন ভারত আবার সেরাটা করছে তখন সেই দলের তিন নম্বর পূজারা। সৌরভের মতে, ওরা নতুন বলকে কাজে লাগাতে পারে। যারা ব্যাটিংকে সহজ করে দেয়। সৌরভ বলেন, ‘‘বিরাট কোহালি এই দলে যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ পূজারা। কিন্তু অনেক সময়ই ওর কৃতিত্বটা প্রচার পায় না।’’

Advertisement

আরও পড়ুন
এর থেকে ভাল স্মৃতি আর কিছু হতে পারে না: সৌরভ

সৌরভের বক্তব্য সঙ্গে সঙ্গেই পৌঁছে গিয়েছিল পূজারার কাছে। শুনে তিনি হেসে বলেন, ‘‘আমি এখনও পুরনো ঘরানায় খেলতে ভালবাসি। ক্রিজে দীর্ঘ সময় থাকতে পছন্দ করি। অবস্থা বুঝে রান করতে শুরু করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement