শেষ চারে সানিয়া-হিঙ্গিস, খেতাবের সামনে য়ুকি

যুক্তরাষ্ট্র ওপেনের আগে মার্কিন মুলুকের হার্ড কোর্টে ছন্দে সানিয়া মির্জা ও তাঁর ডাবলস জুড়িদার মার্টিনা হিঙ্গিস। ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনে মেয়েদের ডাবলসের শীর্ষ বাছাইরা শেষ আটে ওয়াইল্ড কার্ড পাওয়া মার্কিন জুটি কোকো ভান্ডেওয়েঘে-ক্রিস্টিনা ম্যাকহালের জুটিকে ৬-৪, ৬-১ হারিয়ে সেমিফাইনালে। শেষ চারে এ বার সানিয়াদের সামনে তাইপের হাও চিং চ্যান-ইয়ং জান চ্যান জুটি।

Advertisement

সংবাদ সংস্থা

সিনসিনাটি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০৩:৪৭
Share:

সিনসিনাটিতে খেতাবের স্বপ্ন দেখছেন হিঙ্গিস ও সানিয়া। ছবি: টুইটার

যুক্তরাষ্ট্র ওপেনের আগে মার্কিন মুলুকের হার্ড কোর্টে ছন্দে সানিয়া মির্জা ও তাঁর ডাবলস জুড়িদার মার্টিনা হিঙ্গিস।
ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনে মেয়েদের ডাবলসের শীর্ষ বাছাইরা শেষ আটে ওয়াইল্ড কার্ড পাওয়া মার্কিন জুটি কোকো ভান্ডেওয়েঘে-ক্রিস্টিনা ম্যাকহালের জুটিকে ৬-৪, ৬-১ হারিয়ে সেমিফাইনালে। শেষ চারে এ বার সানিয়াদের সামনে তাইপের হাও চিং চ্যান-ইয়ং জান চ্যান জুটি।
তবে সানিয়া-মার্টিনা যা পারলেন, সেটা পারলেন না রোহন বোপান্না বা লিয়েন্ডার পেজ। এটিপি মাস্টার্স টুর্নামেন্টে দ্বিতীয় বাছাই ইভান ডডিজ-মার্সেলো মেলোর কাছে পঞ্চম বছাই রোহন বোপান্না-ফ্লোরিন মার্জিয়া লড়ে হারলেন ১-৬, ৬-১, ১২-১৪। অপর কোয়ার্টার ফাইনালে হারের মুখ দেখতে হল লিয়েন্ডার পেজ-স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কার তারকা জুটিকে। ফেলিসিয়ানো লোপেজ-ম্যাক্স মির্নি তাঁদের হারান ৩-৬, ৬-২, ১৪-১২।
তবে চ্যালেঞ্জার পর্যায়ে সময়টা দারুণ যাচ্ছে য়ুকি ভামব্রির। গত জুলাইয়ে নিউজিল্যান্ডের কনকনে শীতে ভারতকে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে তোলায় নিজের দু’টি সিঙ্গলসই জিতে প্রধান ভূমিকা নিয়েছিলেন। সিঙ্গলসের সেই ফর্ম এক লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের ভ্যাঙ্কুভার ওপেনেও ধরে রেখে সেমিফাইনালে উঠেছেন ভারতীয় ডেভিস কাপার। সঙ্গে পৌঁছে গিয়েছেন ডাবলসের ফাইনালে।
সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে য়ুকির প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের ফারুখ দুস্তভ। যাঁর সঙ্গে এর আগে একবারই খেলেন য়ুকি। ২০১২ ডেভিস কাপের সেই ম্যাচে ক্লে কোর্টে হেরেছিলেন ভারতীয়। এ বার অবশ্য প্রতিশোধ নিলেন ৬-৪, ৬-৪ জিতে। এর পর নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসের সঙ্গে ডাবলসের সেমিফাইনালে নেমে ওয়াক ওভার পেয়ে যান প্রতিপক্ষ জুটি মারিয়াস কোপিল-যুর্গেন মেলজারের কাছে, শেষোক্ত জনের চোট থাকায়।

Advertisement

সিঙ্গলসের সেমিফাইনালে য়ুকির সামনে এ বার ইজরায়েলের অভিজ্ঞ তারকা ডুডি সেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন