২০০ ম্যাচের পরে সচিনের থেকে এতটা এগিয়ে বিরাট!

সচিনের থেকে ১৮টি শতরান পিছনে থাকলেও অনেকগুলি ক্ষেত্রে সচিনের থেকে বহুক্রোশ এগিয়ে রয়েছেন কোহালি। ২০০ ম্যাচের নিরিখে সচিন-কোহালি কে কোথায়, দেখুন গ্যালারিতে:

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১১:৩৭
Share:
০১ ০৫

ওয়ান ডে কেরিয়ারে মোট রানের ক্ষেত্রে ২০০ ম্যাচে সচিনের মোট রান ছিল ৭৩০৫। কোহালির সেখানে রানসংখ্যা৮৮৮৮।

০২ ০৫

২০০ ম্যাচের পর সচিনের শতরানের সংখ্যা ছিল ১৮। সেখানে কোহালি ইতিমধ্যেই ৩১ টি শতরানের মালিক। অর্ধশতরানের নিরিখে সচিন ৪৩টি, বিরাট ৪৫টি।

Advertisement
০৩ ০৫

২০০ ম্যাচ খেলে স্ট্রাইক রেটেও সচিনের থেকে এগিয়ে রানমেশিন কোহালি। সচিনের ৮৫.৬১, কোহালির ৯১.৫৪।

০৪ ০৫

তবে আর একটি ক্ষেত্রেও বিরাট ‘এগিয়ে’ রয়েছেন সচিনের থেকে। ২০০তম ম্যাচের পর বিরাট শূন্য রানে আউট হয়েছেন ১২ বার, সচিন সেখানে মাত্র ৮ বার।

০৫ ০৫

প্রথম ২০০ ম্যাচের পর সচিনের সর্বোচ্চ রান ছিল ১৪৩। কোহালির ১৮৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement