কালই সচিনের রেকর্ড ছিনিয়ে নিতে পারেন কুক

১৯ মে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগেই ধরে নেওয়া হয়েছিল আজই ভেঙে যাবে সচিনের সব থেকে কম বয়সে ১০ হাজার রানের রেকর্ড। কিন্তু তেমনটা হয়নি। তখন সচিনের ১০ হাজার থেকে মাত্র ৩৬ রান পিছনে ছিলেন অ্যালেস্টার কুক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১৬:০২
Share:

১৯ মে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগেই ধরে নেওয়া হয়েছিল আজই ভেঙে যাবে সচিনের সব থেকে কম বয়সে ১০ হাজার রানের রেকর্ড। কিন্তু তেমনটা হয়নি। তখন সচিনের ১০ হাজার থেকে মাত্র ৩৬ রান পিছনে ছিলেন অ্যালেস্টার কুক। টস জিতে ইংল্যান্ডকেই ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ওপেনও করতে নেমেছিলেন কুক। কিন্তু মাত্র ১৬ রান করেই প্যাভেলিয়নে ফিরে যেতে হয়েছিল তাঁকে।

Advertisement

শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। সচিনের রেকর্ড থেকে এই মুহূর্তে ২০ রান পিছনে রয়েছেন কুক। আগামী কাল যদি আবার প্রথমে ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড তাহলে শুরুতেই নতুন রেকর্ড হয়ে যাবে বিশ্ব ক্রিকেট তথা ইংল্যান্ড ক্রিকেটেও। ইংল্যান্ড ক্রিকেটে তিনিই হবে প্রথম ১০ হাজারি।

১২৭ টেস্টে এখনও পর্যন্ত কুকের রান ৯,৯৮০। ১০ হাজারে পৌঁছলে তিনিই হবে বিশ্বের ১২তম ক্রিকেটার। তাঁর আগে ১০ হাজারের তালিকায় জায়গা করে নিয়েছেন সুনীল গাওস্কর (১২৫ টেস্টে ১০,১২২), স্টিভ ওয়া (১৬৮ টেস্টে ১০,৯২৭), অ্যালন বর্ডার (১০,১৭৪), ব্রায়ান লারা (১৩১ টেস্টে ১১,৯৫৩), জাক কালিস (১৬৬ টেস্টে ১৩,২৮৯), রিকি পন্টিং (১৬৮ টেস্টে ১৩,৩৭৮), সচিন তেন্ডুলকর (২০০ টেস্টে ১৫,৯২১)।

Advertisement

কুকের সামনে ১০ হাজারির তালিকায় নিজেকে জুড়ে নেওয়ার পাশাপাশি সব থেকে কম বয়সে এই রান করার কৃতিত্বের হাতছানি। যখন সচিন এই রান করেছিলেন তখন তাঁর বয়স ছিল ৩১ বছর ১০ মাস। ২৫ ডিসেম্বর ৩১ বছরের জন্মদিন পালন করেছেন। এখন তাঁর বয়স ৩১ বছর পাঁচ মাস।

আরও খবর

নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত যুবি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন