Brazil Football

Copa America: গোল নেমারের, ভেনেজুয়েলাকে উড়িয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল ব্রাজিল

রবিবার রাতে ম্যাচের আগাগোড়া শাসন করে তিতের দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ০৬:৩০
Share:

গোলের পর উচ্ছ্বাস নেমারের। ছবি টুইটার

ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল ব্রাজিল। রবিবার রাতে ম্যাচের আগাগোড়া শাসন করে তিতের দল। কোভিডে বিধ্বস্ত দুর্বল ভেনেজুয়েলাকে তারা দাঁড়াতেই দেয়নি।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে মাঝামাঝি ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন মার্কুইনহোস। বক্সের মধ্যে ব্যাক-হিল করেছিলেন। তা বিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান নেমার। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল দানিলোকে। পেনাল্টি থেকে ২-০ করেন নেমার। ব্রাজিলের তৃতীয় গোল গ্যাব্রিয়েল বার্বোসার। নেমার ক্রস বুকে নামিয়ে গোল করেন তিনি।

কোভিডে এমনিতেই বিধ্বস্ত ব্রাজিল। প্রতিযোগিতা আয়োজন নিয়েও বিস্তর টালবাহানা হয়েছে। সেখানে প্রথম ম্যাচ জিততে পেরে খুশি অধিনায়ক কাসেমিরো। বলেছেন, “এই জার্সিটার ওজন বড্ড বেশি। ফ্রেন্ডলি, কোপা আমেরিকা, যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে, বিশ্বকাপ যা-ই হোক না কেন, আমরা জিততেই মাঠে নামি। এই জার্সির সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য।”

Advertisement

আগামী ১৭ জুন পেরুর বিরুদ্ধে নামছেন নেমাররা। ভেনেজুয়েলা ওই দিন খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement