Coronavirus

সেরার সেরা বিশ্বকাপ জেতো, বলছেন শাস্ত্রী

নরেন্দ্র মোদীর প্রশংসা করে শাস্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০৩:২০
Share:

আহ্বান: দেশের মানুষকে এক হয়ে লড়াইয়ের ডাক শাস্ত্রীর। ফাইল চিত্র

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে সব বিশ্বকাপের সেরা বিশ্বকাপ অভিযান বলে চিহ্নিত করলেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের হেড কোচ একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন করোনা নিয়ে। তাতে দেশের মানুষের উদ্দেশে বলেছেন, ‘‘করোনা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কোভিড-১৯ করোনাকে হারানোটা যেন বিশ্বকাপ তাড়া করার মতো। নিজের সর্বস্ব উজাড় করে দাও আর কাপ জেতার জন্য ঝাঁপাও।’’

Advertisement

এখানেই না থেমে শাস্ত্রী যোগ করছেন, ‘‘এখানে পরিস্থিতি আর একটু অন্য রকম কারণ, এটা সব বিশ্বকাপের সেরা বিশ্বকাপ জেতার লড়াই। এখানে শুধু এগারো জন খেলোয়াড় নয়, ১৪০ কোটি ভারতবাসী মাঠে রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে।’’ এর পরেই দেশবাসীর উদ্দেশে তাঁর আহ্বান, ‘‘আসুন, আমরা সকলে মিলে হাত মিলিয়ে জিতি। ১৪০ কোটি মিলে করোনাকে হারাই। মানব সভ্যতার বিশ্বকাপ জিতে দেখাই আমরা।’’

নরেন্দ্র মোদীর প্রশংসা করে শাস্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ‘‘আমরা সকলে মিলে জিততেই পারি। প্রাথমিক শর্তগুলো মানতে হবে। নির্দেশগুলো মানতে হবে। যে জিনিসগুলো করার অনুরোধ করা হচ্ছে, সেগুলো শুনতে হবে। দু’টো নির্দেশ বিশেষ করে পালন করতেই হবে। ঘরের মধ্যে থাকা এবং প্রকাশ্যে পারস্পরিক দূরত্ব বজার রাখা।’’ গোটা বিশ্বে প্রায় কুড়ি লক্ষ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। সব দেশ মিলিয়ে মারা গিয়েছেন প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ।

Advertisement

আরও পড়ুন: লাহৌরে তুষারপাত হতে পারে, ভারত-পাক দ্বৈরথ নয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন