AB de Villiers

ডেভিলিয়ার্সের যে ইনিংসগুলি চিরকাল মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা

ক্রিকেট সার্কিটের সম্ভ্রম আদায় করা নাম এবি ডেভিলিয়ার্স। একার হাতে বহু ম্যাচ উতরে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। এক নজরে দেখে নেওয়া যাক ডেভিলিয়ার্সের খেলা সেই রকম কিছু ইনিংস।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৪:৫৮
Share:
০১ ০৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬২ নট আউট (সিডনি, ২০১৫): মাত্র ৬৬ বলে খেলা এবি-র এই ইনিংস চিরকাল মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। এই ইনিংসে বহু রেকর্ড এক লহমায় ভেঙে দিয়েছিলেন ডেভিলিয়ার্স। এই ইনিংসেই দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন তিনি।

০২ ০৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ নট আউট (পার্থ, ২০০৮): ডেভিলিয়ার্সের ১০৬ রানের সুবাদে অজিদের বিপক্ষে ঐতিহ্যের টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে আনে প্রোটিয়ারা।

Advertisement
০৩ ০৮

০৪ ০৮

পাকিস্তানের বিরুদ্ধে ২৭৮ নট আউট (আবু ধাবি, ২০১০): পাকিস্তানের বিপক্ষে খেলা ডেভিলিয়ার্সের অপরাজিত ২৭৮ রানের ইনিংস দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিল।

০৫ ০৮

ভারতের বিরুদ্ধে ২১৭ নট আউট (আমদাবাদ, ২০০৮): এবিডি-এর এই ইনিংসও থাকবে ডেভিলিয়ার্সের সেরা ইনিংসগুলির তালিকায়।

০৬ ০৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ নট আউট (পোর্ট এলিজাবেথ, ২০১৪): ডেভিলিয়ার্সের ১১৬ রানের ইনিংসের দৌলতে অজিদের বিপক্ষে বড় রানের লিড পেয়েছিল প্রোটিয়ারা।

০৭ ০৮

ভারতের বিরুদ্ধে ১১২ (চেন্নাই, ২০১৫): চেন্নাইয়ের মাঠে ৩০০ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সময় ১১২ রান করে প্রোটিয়াদের লড়াইয়ে ফেরান এবিডি।

০৮ ০৮

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৬ (পার্লে, ২০১৭): বাংলাদেশের বিরুদ্ধে খেলা এবিডি-এর এই ইনিংস নিঃসন্দেহে জায়গা করে নেবে এই তালিকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement