south africa

Racial Abuse: বর্ণবিদ্বেষে ইন্ধনের অভিযোগ উঠল ডিভিলিয়ার্স, স্মিথ, বাউচারের বিরুদ্ধে

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফিরল বর্ণবিদ্বেষ। এ বার সেই অভিযোগে নাম জড়িয়ে গেল গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্স, মার্ক বাউচারের মতো ক্রিকেটারদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৪:৪৪
Share:

গুরুতর অভিযোগ ডিভিলিয়ার্সদের বিপক্ষে। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফের বর্ণবিদ্বেষের অভিযোগ। এ বার সেই অভিযোগে নাম জড়িয়ে গেল গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্স, মার্ক বাউচারের মতো সে দেশের অন্যতম সেরা ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার সোশ্যাল জাস্টিস এবং নেশন বিল্ডিং কমিশন এই ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছে।

Advertisement

ওই কমিশন ২৩৫ পাতার একটি রিপোর্ট জমা দিয়েছে। সেখানে প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট বোর্ডের বর্তমান ডিরেক্টর স্মিথ, বর্তমান কোচ বাউচার এবং প্রাক্তন ব্যাটার ডিভিলিয়ার্সের নাম উল্লেখ করা হয়েছে। কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ করেছেন এই তিন ক্রিকেটার। সমস্যার সমাধান করতে একজন স্থায়ী ওমবাডসম্যান নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ করেছেন এই তিন ক্রিকেটার।

সম্প্রতি বাউচার সাক্ষী দিয়েছিলেন যে, সতীর্থ পল অ্যাডামসকে তাঁরা একটি ছদ্মনাম দিয়েছিলেন, যা বর্ণবিদ্বেষী। সতীর্থরা প্রত্যেকেই অ্যাডামসকে সেই নাম ধরে ডেকে মস্করা করতেন।

Advertisement

ডিভিলিয়ার্স অবশ্য এই দাবি অস্বীকার করেছেন। তাঁর টুইট, ‘এই তদন্তের পাশে দাঁড়াব। ক্রিকেটে প্রত্যেকের সমান সুযোগের দাবির সমর্থন করি। আমার ক্রিকেট জীবনে বরাবর দলের ভালর কথা ভেবেই সত্যি কথা বলেছি। কারওর গায়ের রং তুলে কোনও কথা বলিনি। এটাই সত্যি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement