Delhi Capitals

‘বিষাক্ত লোকজন ছিল দিল্লিতে’! আইপিএলের প্রথম দল নিয়ে বিস্ফোরক অভিযোগ ডিভিলিয়ার্সের

আইপিএলের প্রথম তিন মরসুম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন এবি ডিভিলিয়ার্স। সেই দল নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৪:৫১
Share:

এবি ডিভিলিয়ার্স। —ফাইল চিত্র।

এ বারই প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার ২৭ বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিতেছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে দারুণ মেজাজে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছেন আইপিএলে নিজের প্রথম দল নিয়ে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

Advertisement

বেঙ্গালুরুর আগে দিল্লির হয়ে খেলতেন ডিভিলিয়ার্স। সে সময় দলের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলে প্রচুর বিষাক্ত লোকজন ছিলেন। কারা তাঁরা? ডিভিলিয়ার্স বলেছেন, ‘‘তাঁদের নাম বলতে চাই না। তবে তাঁরা চাইলে আগুন জ্বালিয়ে দিতে পারতেন। তাঁদের জন্যই দিল্লি সমস্যায় পড়েছিল। অনেক বিষাক্ত চরিত্র ছিল দলে। তিন বছর খুবই সমস্যার মধ্যে ছিলাম। দিল্লি দলে তেমন কেউই আমার পাশে ছিল না। দলে কয়েক জন বড় ক্রিকেটারও ছিলেন। সবটাই খারাপ ছিল, বলছি না। কিছু ভাল, কিছু খারাপ ছিল। তিক্ত অভিজ্ঞতাগুলো আমার স্পষ্ট মনে রয়েছে।’’

দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে ডিভিলিয়ার্স আরও বলেছেন, ‘‘আমার ব্যক্তিগত এবং ক্রিকেটজীবনের বেশ খানিকটা গুরুত্বপূর্ণ সময় দিল্লিতে কেটেছে। গ্লেন ম্যাকগ্রা, ড্যানিয়েল ভেট্টরির মতো ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে পেরেছি। ওরা আমার নায়ক ছিল। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিলাম। ম্যাচটা ম্যাকগ্রাও খেলেছিল। ওর বল খেলার সময় দমবন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। কথা বলতে পারছিলাম না। তার পর ২০০৮ সালে দিল্লি দলে পাশে ম্যাকগ্রাকে পাই। আমার ব্যাটিংয়ের প্রশংসা করেছিল। একটা সময় পর্যন্ত বিশ্বাস করে পারিনি, ম্যাকগ্রা কথাগুলো বলেছিল আমায়।’’

Advertisement

আইপিএলের প্রথম তিন মরসুম অর্থাৎ ২০১০ সাল পর্যন্ত দিল্লির ক্রিকেটার ছিলেন ডিভিলিয়ার্স। দিল্লির হয়ে ২৮টি ম্যাচ খেলে ৬৭১ রান করেছিলেন। একটি শতরান এবং তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর দিল্লির হয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement