Irani Cup

অভিমন্যুর অর্ধশতরান, তবু বিদর্ভের বিরুদ্ধে চাপে অবশিষ্ট ভারত, হাতে পাঁচ উইকেট, পিছিয়ে ২০০ রানে

ঘরোয়া ক্রিকেটে ফিরে রান পেলেন অভিমন্যু ঈশ্বরণ। বৃহস্পতিবার ইরানি কাপের ফাইনালে অর্ধশতরান করলেন। তবে রঞ্জি জয়ী বিদর্ভের বিরুদ্ধে খেলতে নেমে খোঁড়াচ্ছে অবশিষ্ট ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৮:৪৪
Share:

অর্ধশতরান অভিমন্যুর (ডান দিকে)। অবশিষ্ট ভারতের ভরসা এখন পাটীদার (বাঁ দিকে)। ছবি: পিটিআই।

ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে গেলেও রিজ়ার্ভ বেঞ্চেই গা গরম করেছেন অভিমন্যু ঈশ্বরণ। ঘরোয়া ক্রিকেটে ফিরে রান পেলেন তিনি। বৃহস্পতিবার ইরানি কাপের ফাইনালে অর্ধশতরান করলেন। তবে সুযোগ হাতছাড়া করলেন শতরান করে নির্বাচকদের জবাব দেওয়ার। রঞ্জি জয়ী বিদর্ভের বিরুদ্ধে খেলতে নেমে খোঁড়াচ্ছে অবশিষ্ট ভারত। বিদর্ভের ৩৪২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অবশিষ্ট ভারত ১৪২/৫।

Advertisement

২৮০/৫ নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করেছিল বিদর্ভ। ১৭.৪ ওভারে ৬২ রান যোগ করে তাদের ইনিংস শেষ হয়ে যায়। ১০১.৪ ওভার খেলেছে তারা। শতরানকারী অথর্ব তাইড়ে ২৫ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৪৩ রানে আউট হন।

জবাবে অভিমন্যু এবং রজত পাটীদার (অপরাজিত ৪২) ছাড়া অবশিষ্ট ভারতের কেউ রান পাননি। প্রথম সেশনে অবশিষ্ট ভারত ১০ ওভার পেয়েছিল। অভিমন্যু এবং আরিয়ান জুয়াল ২০ রান তোলেন ওপেনিং জুটিতে।

Advertisement

মধ্যাহ্নভোজের পর অবশিষ্ট ভারত ২ উইকেট হারিয়ে ৭৪ তোলে। ওপেনিং জুটিতে ৫২ রান ওঠার পর আউট হন জুয়াল (২৩)। বেশি ক্ষণ টেকেননি যশ ধুলও। ১২ বলে ১১ রান করে হর্ষ দুবের বলে ফেরেন। চা-বিরতিতে অবশিষ্ট ভারতের স্কোর ছিল ৯৪/২।

শেষ সেশনে ৪৮ রান তুলেছে তারা। তবে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে। অভিমন্যু (৫২) ছাড়াও সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড় (৯) এবং ঈশান কিশন (১)।

বিদর্ভের হয়ে পার্থ রেখাড়ে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। হর্ষ, দর্শন নালকান্ডে এবং যশ ঠাকুর একটি করে উইকেট পেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement