Abhishek Nayar on KKR Head Coach

পরের আইপিএলে কেকেআরের প্রধান কোচ কে? এশিয়া কাপের দল ঘোষণার মাঝে ঈঙ্গিত সহকারী কোচ নায়ারের

কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের পদ ছেড়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। পরের আইপিএলের আগে কে দলের কোচ হবেন? ইঙ্গিত দিলেন সহকারী কোচ অভিষেক নায়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৭:১০
Share:

অভিষেক নায়ার। —ফাইল চিত্র।

পরের আইপিএলের আগে নতুন কোচ প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের। তিন বছর প্রধান কোচের দায়িত্ব সামলানোর পর সরেছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর জায়গায় কে আসবেন? ইঙ্গিত দিলেন সহকারী কোচ অভিষেক নায়ার। এশিয়া কাপে ভারতের দল ঘোষণার মাঝেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা হয়েছে। তার আগে সম্প্রচারকারী চ্যানেলে সঞ্চালক রৌণক কপূরের সঙ্গে কথা বলছিলেন নায়ার ও আকাশ চোপড়া। সেখানে ভারতীয় ক্রিকেটারদের আইপিএলের পারফরম্যান্সের প্রসঙ্গ আসে। তখনই নায়ার ইঙ্গিত দেন যে আগামী বছর কেকেআর দলের সব সিদ্ধান্ত তাঁকে নিতে হবে।

নায়ারের এই ইঙ্গিত শোনার পরেই জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, নায়ার প্রধান কোচ হবেন। আবার কেউ বলছেন তিনি মেন্টর হবেন। তবে কেকেআরে মেন্টরের পদে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। সুতরাং, নায়ারের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা বেশি।

Advertisement

দীর্ঘ দিন ধরে কেকেআরে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন নায়ার। গত বারের আইপিএলের আগে দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হন। তিনি নায়ারকে ভারতীয় দলের সহকারী কোচ করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই চাকরি যায় নায়ারের। তার কয়েক দিনের মধ্যেই আবার কেকেআরের সহকারী কোচের পদে ফেরেন তিনি।

গত মাসে মহিলাদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্স দলের কোচ হয়েছেন নায়ার। অর্থাৎ, এর পর যদি তিনি কেকেআরের কোচ হন, তা হলে একসঙ্গে দুটো দল সামলাতে হবে নায়ারকে। সেটা কি কেকেআর ম্যানেজমেন্ট চাইবে? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। তার মধ্যেই একটা ইঙ্গিত দিয়ে রাখলেন নায়ার।

২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেই দলের সহকারী কোচ ছিলেন নায়ার। গত বছর প্লে-অফে উঠতে পারেনি দল। প্রতিযোগিতার মাঝপথে নায়ার ফিরলেও সাফল্য আসেনি। এখন দেখার, নতুন মরসুমের আগে তাঁকে কোচ করা হলে দলকে তিনি সফল করতে পারেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement