India Team in Asia Cup 2025

টি-টোয়েন্টিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন, অধিনায়ক সূর্যই, এশিয়া কাপে ১৫ জনের দলে কারা?

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। মঙ্গলবার দল ঘোষণা করলেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর। ভারতীয় দলে কারা সুযোগ পেলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৪:৫৪
Share:

(বাঁ দিকে) শুভমন গিল ও সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হল। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ভারতের ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। সূর্যকুমারই অধিনায়ক। তবে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে শুভমন গিলকে। ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেও এশিয়া কাপে সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে।

Advertisement

মঙ্গলবার দুপুর দেড়টার সময় দল ঘোষণার কথা থাকলেও তা প্রায় দেড় ঘণ্টা দেরিতে হয়। মুম্বইয়ে বৃষ্টির কারণে দল নির্বাচনের বৈঠকে পৌঁছোতে দেরি হয় প্রধান নির্বাচক আগরকর ও বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়ার। দলে শুভমন থাকবেন কি না সে দিকেই নজর ছিল প্রত্যেকের। অবশেষে দেখা গেল, শুভমনকে রেখেছেন নির্বাচকেরা। শুধু তা-ই নয়, তাঁকে সহ-অধিনায়কও করা হয়েছে। সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন তখন শুভমন ছিলেন তাঁর ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজ়ে শুভমন খেলেননি। তাঁর বদলে অক্ষর পটেলকে সহ-অধিনায়ক করা হয়েছিল। শুভমনকে নিজের পুরনো পদে ফেরানো হল।

নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাঁকে ১৫ জনের দলে নেওয়া হয়নি। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। আইপিএলে ভাল পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়স আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিংহ এই দলে সুযোগ পাবেন না। কিন্তু তাঁর উপর ভরসা রেখেছেন নির্বাচকেরা। কেকেআরের ব্যাটার রয়েছেন এশিয়া কাপের দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।

Advertisement

ভারত ক’জন অলরাউন্ডার নেয় সে দিকেও নজর ছিল। পেসার-অলরাউন্ডার হিসাবে খেলছেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। স্পিনার অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষরকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা।

এশিয়া কাপে ভারতীয় দল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচ জনের মধ্যে কাউকে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement